পারেননি কোহলিও! বিশ্বের ৫৮ ব্যাটারের মধ্যে এই প্রথম! বিরাট রেকর্ড গড়লেন ছোট্ট বৈভব সূর্যবংশী

Published on:

Vaibhav Suryavanshi made a huge record in IPL besides being the fastest century.

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্যান্য বছরের থেকে এবারের IPL একটু আলাদা, কারণটা যদিও 14 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। হ্যাঁ, এত কম বয়সে ক্রিকেট খেলার নজির থাকলেও বিশ্বের তাবড় তাবড় বোলারদের পিটিয়ে মাত্র 35 বলে সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ডটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বৈভবেরই প্রথম।

তবে ভারতীয়দের মধ্যে IPL-এ কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিনিশার থেকে শুরু করে অন্যান্য ভূমিকায় থাকলেও বিহারের বৈভবের এমন এক রেকর্ড রয়েছে যা তাঁকে পূর্বের সমস্ত রেকর্ড থেকে আলাদা করে। অনেকেই হয়তো জানেন না সূর্যবংশীর সেই কীর্তি সম্পর্কে। রইল সেই তথ্য।

বৈভবের এই রেকর্ড ধাক্কা দিয়েছে বিরাট কোহলিদেরও!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাস এখনও পর্যন্ত সেঞ্চুরি গড়েছেন 58 জন ক্রিকেটার। তবে তাঁদের মধ্যে শত রানের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে 8টি দুরন্ত সেঞ্চুরি এসেছে। তবে দুঃখের বিষয়, এবারের IPL-এ 8টি হাফ সেঞ্চুরি হাঁকালেও ধরা দেয়নি একটি সেঞ্চুরিও। এদিকে তরুণ ক্রিকেটাররা একের পর এক শতরান হাঁকিয়েছেন। যদিও সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় আসে বৈভব সূর্যবংশীর নাম।

তবে বয়সে ছোট বলেই আলোচনায় আসেননি তিনি, নামের নেপথ্যে বড় রেকর্ডও গড়েছেন বৈভব। জানিয়ে রাখি, IPL-এ সেঞ্চুরি করা 58 জন প্লেয়ারের মধ্যে বাউন্ডারিতে সবচেয়ে বেশি রান এসেছে তাঁর ইনিংসেই। কীভাবে? আসলে গুজরাতের বিরুদ্ধে 38 বলে 101 রানের ইনিংসে মোট 7টি বাউন্ডারি ও 11টি ছয় হহাঁকিয়েছিলেন বৈভব সূর্যবংশী।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সেই সুত্রেই, 35 বলে সেঞ্চুরির হিসেবে মোট রানের মধ্যে 94 রান এসেছে শুধুমাত্র বাউন্ডারি থেকেই! বলা যায়, বৈভবের সেঞ্চুরি ইনিংসের 93 শতাংশ রান বাউন্ডারিতেই এসেছে। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বড় রেকর্ড। বলা চলে, ছোট সূর্যবংশীর কাছে এই রেকর্ডে হার মেনেছেন কোহলিও!

অবশ্যই পড়ুন: সর্বশক্তি দিয়ে হবে কামব্যাক, ৮ বিদেশিকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল! দেখে নিন তালিকা

বাকিদের রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে যাঁরা সেঞ্চুরি গড়েছেন তাঁদের মধ্যে চার অর্থাৎ বাউন্ডারির নিরিখে সবচেয়ে বেশি রানের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থানের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। 2023 IPL সিজনে মুম্বইয়ের বিরুদ্ধে এক দুর্ধর্ষ ম্যাচে সেঞ্চুরির 90 শতাংশ রান বাউন্ডারি থেকেই করেছিলেন তিনি। অন্যদিকে এই রেকর্ডের নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি তথা প্রাক্তন ক্রিকেটার সনত জয়সূর্য। সেবার উদ্বোধনী IPL- এ সেঞ্চুরি করে 89 শতাংশ রান বাউন্ডারি থেকেই তুলেছিলেন তিনি। তবে এবার সে সব অতীত, তালিকার মগডালে আপাতত বৈভব সূর্যবংশীর বাস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥