ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া সফরে বৈভব সূর্যবংশী! ফের অনূর্ধ্ব-১৯ দলে বিস্ময় বালক

Published on:

Vaibhav Suryavanshi named in India's Under-19 squad to face Australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে চলেছে বিহারের ভূমিপুত্র বৈভব সূর্যবংশীর ক্রিকেট কেরিয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্ধর্ষ পারফরমেন্সের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-19 দলে নিজের জায়গা বুঝে নিয়েছিলেন তিনি।

এবার জায়গা পেলেন অস্ট্রেলিয়া সফরে। হ্যাঁ, ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ফরম্যাটের জন্য ভারতের অনূর্ধ্ব-19 দল ঘোষিত হয়েছে। আর সেখানেই ফের নিজেকে সামিল করেছেন কিশোর বৈভব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট পাঁচ ম্যাচ খেলবে ভারত

জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার সমবয়সীদের বিরুদ্ধে আসন্ন তিনটি যুব একদিনের ম্যাচ এবং দুটি বেসরকারি টেস্টে অংশ নেবে ভারতীয় দল। আর সেই আসরেই নিজের কামাল দেখাবেন বিহারের 14 বছর বয়সী বৈভব।

আপাতত যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সফরে যাঁরা গিয়েছিলেন, সেই অনূর্ধ্ব-19 দলের প্রায় সকলকেই অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়েছে। বলা বাহুল্য, বৈভবের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন মহারণের দলে জায়গা পেয়েছেন আয়ুষ মাত্রেও। এবারেও ভারতীয় দলের অধিনায়ক থাকছেন তিনিই।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরে অনূর্ধ্ব-19 দলের সহ অধিনায়ক মালহোত্রা

জানা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সফরকে সামনে রেখে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের সফরের আগে ভারতীয় অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক হিসেবে আয়ুষকেই দায়িত্ব দেওয়ার পাশাপাশি সহ অধিনায়ক করা হয়েছে বিহান মালহোত্রাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সফরে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। একদিনের সিরিজে 243 রান এবং টেস্টে 277 রান পেয়েছিলেন এই ভারতীয়।

 

অবশ্যই পড়ুন: বন্দে ভারতের টিকিট কেটে চড়তে হল শতাব্দী এক্সপ্রেসে! রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সফরে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করলেও টেস্টে সে অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি বৈভব সূর্যবংশী। 5 ম্যাচ মিলিয়ে তাঁর রান হয়েছিল 355। যুব ওয়ানডে ম্যাচের ইতিহাসের দ্রুততম শতরানও এই সফরেই করেছিলেন বৈভব। যদিও একদিনের সিরিজের মাঝে ভারতীয় দলের টেস্ট দেখতে এজবাস্টনে গিয়েছিলেন তিনি।

সেখান থেকে ফিরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করবেন। তবে সে কথা রাখতে পারেননি তিনি। কাজেই, খুদে তারকার কাছ থেকে আগামী অস্ট্রেলিয়া সফরে সেই প্রাপ্যটা বুঝে নিতে চাইবেন ভক্তরা। (Source: BCCI)

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥