ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী! বল হাতে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

Published on:

Vaibhav Suryavanshi new record with the ball in England

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে পরিচিত হতে শুরু করেন বিহারের 14 বছর বয়সী প্রতিভা বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে নিজের দক্ষতা জাহির করার পরই ভারতীয় অনূর্ধ্ব 19 দলের হয়ে ইংল্যান্ড সফর করছেন বৈভব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেখানেই ইংলিশদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একাধিক কীর্তির পর এবার লাল বলের ফরম্যাটেও জাদু দেখাচ্ছেন বিহারের এই কিশোর প্রতিভা। তবে এবার শুধু ব্যাট হাতে নয়, একেবারে বল হাতে 22 গজে নেমেই সকলকে চমকে দিলেন সূর্যবংশী। হ্যাঁ, এবার বোলার বৈভবের নতুন কীর্তি দেখল ক্রিকেট প্রেমীরা। কিন্তু কী এমন করেছেন নাবালক?

টেস্টে কামাল দেখালেন বোলার বৈভব

গত শনিবার থেকে ইংল্যান্ডের বেকনহামে শুরু হয়েছে ভারতীয় অনূর্ধ্ব 19 দল বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের টেস্ট সিরিজ। আর সেই আসরের দ্বিতীয় দিনে একেবারে বল হাতে নিজের ক্ষমতা জাহির করলেন বৈভব সূর্যবংশী। এদিন বল হাতে তুলে নিয়ে বিপক্ষ শিবিরে সজোরে আঘাত করেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসলে, এদিন ভারতীয় দলের বিরুদ্ধে ব্যাট হাতে একেবারে সেট হয়ে গিয়েছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক হামজা শেখ ও রকি ফ্লিনটপ। এদিকে ম্যাচে দখল জমাতে হলে ভারতকে ছন্দে ফিরতেই হবে, ভাঙতে হবে দুই ইংলিশ ক্রিকেটারের অংশীদারিত্ব। ঠিক সেই আবহে, ভরসা যুগিয়েছিলেন কিশোর বৈভব। এদিন দলের দুঃসময়ে, অধিনায়ক আয়ুষ মাত্রে সূর্যবংশীর হাতে বল তুলে দিতেই তৃতীয় ওভারের শেষে লো ফুলটস বলে হামজাকে বিদায় জানান বৈভব।

বলে রাখি, এদিন বৈভবের ফুলটসকে খানিকটা হালকা ভাবে নিয়েই আগ্রাসী ক্রিকেট দেখাতে যান হামজা। এরপরই ব্যাটে বলে সম্পর্ক হতেই বল চলে যায় লং অফে। আর তাতেই 84 রানে থেমে যায় হামজার ইনিংস। আউট হয়ে সাজঘরে ফেরেন বৈভবের প্রতিপক্ষ শিবিরের অধিনায়ক। আর সেই সূত্র ধরেই, গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী হিসেবে নতুন খাতায় নাম তুলেছেন সূর্যবংশী।

অবশ্যই পড়ুন: ১৫ বলে ৫ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন স্টার্ক

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় দিনে প্রতিপক্ষ শিবিরের অধিনায়ক হামজাকে সাজঘরে ফিরিয়ে মাত্র 14 বছর 107 দিন বয়সে শুধুই ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী হিসেবেই নজির গড়েননি বৈভব, সেই সাথেই বিহারের ভূমিপুত্র প্রমাণ করেছেন ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি একজন অলরাউন্ডার হওয়ার মতো যোগ্যতাও রয়েছে তাঁর মধ্যে। ইংলিশদের ঘরের মাঠে তা প্রমাণ হতেই অসংখ্য প্রশংসায় ভেসেছেন ভারতের এই বিস্ময় বালক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group