অনুশীলন নয়! ৩২২৪ কোটির এই মুভি দেখেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিলেন বৈভব সূর্যবংশী

Published:

Vaibhav Suryavanshi prepares for England tour after watching Rs 3224 crore movie
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে নিজের ব্যাটের জাদু দেখিয়ে গিয়েছেন বিহারের 14 বছর বয়সি কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। IPL-এ কামাল করেই জায়গা পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-19 দলের ইংল্যান্ড সফরে। সেই মতোই চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই আয়ুষ মাহত্রের দলের অনেকেই পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। আসলে সেখানেই চলবে অনূর্ধ্ব-19 দলের প্রস্তুতি পর্ব।

তবে 22 গজে প্রস্তুতির আগে ইংল্যান্ড সফরের প্রাক্কালে একটু অন্যভাবে নিজেকে তৈরি করলেন বৈভব। মূলত প্রস্তুতি নিলেন মানসিকভাবেই! তবে একটু ভিন্ন ধাঁচে! হ্যাঁ, মুভি দেখে ক্রিকেটের প্রস্তুতি নিয়েছেন বৈভব! সিনেমা দেখে প্রস্তুতি? নিশ্চয়ই আগে কখনও শোনেননি? আসলে মুভি দেখেই নিজেকে ইংল্যান্ড সফরের জন্য আরও খানিকটা তরতাজা করে তুলেছেন বিহারের উদীয়মান তারকা।

এক ঝলকে বৈভবের মন ভাল করা সেঞ্চুরির গল্প

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় স্বপ্ন ভেঙেছে রাজস্থান রয়্যালসের। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বহু আগেই বিদায় নিয়েছে সঞ্জু স্যামসনের দল। তবে সবচেয়ে কনিষ্ঠতম তারকা বৈভবের জন্যই বারংবার শিরোনামে উঠে আসছে RR। আসলে, সূর্যবংশীর গায়ে যে রাজস্থানের জার্সি! এবারের IPL-এ গুজরাতের বিপক্ষে মাত্র 35 বলে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হয়ে উঠেছেন বৈভব!

যদিও এই সেঞ্চুরির রেকর্ড ভাঙা পড়বে আগামীতে, তবে এত কম বয়সে এই রেকর্ড ভাঙাটা কি সত্যিই সহজ হবে? উত্তর দেবে সময়। তবে, আপাতত IPL-র বাজারে বহু ববাঘা ক্রিকেটারদের মাঝে সবচেয়ে উজ্জ্বল হয়ে রয়েছে বৈভব সূর্যবংশীর নাম। মাত্র এক সেঞ্চুরি দিয়েই দেশবাসীর হৃদয়ে নিজের জায়গাটা খুড়ে নিয়েছেন বিহারের ভূমিপুত্র।

অবশ্যই পড়ুন: মঙ্গলেও প্রবল দুর্যোগের সংকেত বাংলায়, ভাসবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

3224 কোটির মুভি দেখেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি

ইংল্যান্ডের কঠিন সফরের আগে একে একে নিজেদের প্রস্তুত সারছেন ভারতের অনূর্ধ্ব-19 দলের ছেলেরা। সেই মতো জোরালো অনুশীলন শুরু করছেন সূর্যবংশীও। তবে তার আগে মানসিক প্রস্তুতিও তো দরকার! তাই 22 গজে লড়াইয়ের পূর্বে মনের ইচ্ছা পূরণ করলেন বৈভব। জানা গিয়েছে, টেকনিক্যাল প্রস্তুতির আগে মুভি দেখে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েছেন বৈভব! তাও আবার যে সে মুভি নয়!

একেবারে বিগ বাজেট সিনেমা! আসলে 2014 সালের ‘Godzilla’ মুভি দেখেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করলেন বৈভব। জানিয়ে রাখি, গোটা বিশ্ব বক্স অফিসে এই মুভির কালেকশন ছিল 3224 কোটি টাকা। কমবেশি প্রায় অনেকেই এই সিনেমা দেখে ফেলেছেন! ভারতীয় মুদ্রায় এই মুভির কালেকশন মূল্য 975 কোটি। যা দেখেই লড়াইয়ের রশদ খুঁজে পেয়েছেন সঞ্জীব পুত্র বৈভব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join