বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে চমক দেখালেন বিহারের 14 বছরের ছেলে বৈভব সূর্যবংশী। বিগত ম্যাচগুলির দাপট ধরে রেখে চতুর্থ ম্যাচে সমস্ত পুরনো রেকর্ড ছাপিয়ে গেলেন সূর্যবংশী। এদিন 52 বলে ইংলিশদের ছাতু করে সেঞ্চুরি গড়েন রাজস্থান রয়্যালসের এই কিশোর তারকা।
শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের অবস্থান বজায় রেখে 78 বলে 143 রান নিয়ে সাজঘরে ফিরেছিলেন বৈভব, এদিন তাঁর স্ট্রাইক রেটে ছিল 183.33, সেই সাথে দশটি ছয় ও 13টি চার মেরে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন বৈভব। আর সেই সূত্র ধরেই 5টি বড় রেকর্ড গড়ে ফেলেন ভারতীয় দলের এই খুদে তারকা।
বিরাট রেকর্ড এখন বৈভবের নামে
ইংল্যান্ড দলের বিরুদ্ধে সেঞ্চুরি রেকর্ড করে আরও একটি বড় রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন ভারতীয় কিশোর বৈভব। আসলে ইংল্যান্ডের সমবয়সী ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যাট উঁচিয়ে বৈভবের রাজত্ব ছিল দেখার মতো। আর সেই পথ ধরেই এবার অনূর্ধ্ব 19 যুব ওয়ান ডে-তে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন বৈভব সূর্যবংশী।
বলে রাখি, আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের কাসিম আক্রমের নামে। 2022 দলে 63 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব 19 দলের হয়ে মাত্র 52 বলে বৈভবের এই সেঞ্চুরি রেকর্ড এখন অনূর্ধ্ব 19 যুব ওয়ানডে তে সবচেয়ে দ্রুততম।
কম বলে সেঞ্চুরি করার রেকর্ডও ভাঙলেন বৈভব
এতদিন পর্যন্ত অনূর্ধ্ব 19 যুবদলের হয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড ছিল রাজ অঙ্গত বাওয়ারের নামে। 2022 সালে 69 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে মাত্র 52 বলে শতরান করে সেই রেকর্ডও ভেঙে দিলেন সূর্যবংশী।
অবশ্যই পড়ুন: বকেয়া DA দেওয়ার আগেই বেতন বৃদ্ধি! বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার
প্রসঙ্গত, ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে একের পর এক দাপুটে ইনিংস দিয়ে ক্ষমতা জাহির করে অন্যান্য রেকর্ডের পাশাপাশি গত ম্যাচে 31টি 6 হাঁকিয়ে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানো ভারতীয় ক্রিকেটারের রেকর্ডও এবার চতুর্থ ওয়ানডেতে ভেঙে দিলেন বৈভব। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।
শুধু তাই নয়, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র 14 বছর 100 দিনে সেঞ্চুরি করে বৈভব বাংলাদেশের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর রেকর্ডও ভেঙে দিয়েছেন। একই সাথে ইংল্যান্ডের মাটিতে যুব দলের হয়ে এত কম বয়সে বৈভবের মতো সেঞ্চুরি করে দেখাতে পারেননি কোনও ভারতীয় ব্যাটসম্যান। কাজেই সেই নিরিখেও বড় রেকর্ড তৈরি করলেন সূর্যবংশী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |