অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাদাগিরি, বৈভব সূর্যবংশীর খাতায় আরও এক বিশ্বরেকর্ড

Published:

Vaibhav Suryavanshi World Record By 41 sixes in youth ODI
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়েই ক্রিকেটের দুনিয়ায় নিজের জনপ্রিয়তা বাড়িয়েছিলেন বিহারের ছেলে বৈভব সূর্যবংশী। সেই থেকে, একের পর এক আসরে নিজের জলবা দেখিয়েছেন তিনি। বর্তমানে ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। আর সেখানেই গড়লেন নয়া রেকর্ড। বুধবার ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ 19 দলের ম্যাচে কেরিয়ারের সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছেন 14 বছর বয়সী তারকা। তাতেই গুঁড়িয়ে গেল বহু পুরনো এক কীর্তি (Vaibhav Suryavanshi World Record)।

উন্মুক্ত চাঁদের রেকর্ড গুঁড়িয়ে দিলেন বৈভব

বুধবার, দ্বিতীয় যুব ওয়ানডের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে ওপেনিং করতে নামেন আয়ুষ মাত্রে এবং বৈভব সূর্যবংশী। তবে দুঃখের বিষয়, ব্যাট করতে নেমেই শূন্যতে আউট হয়ে মাঠ ছাড়েন আয়ুষ। শুরুতেই ধাক্কা খায় ভারত। যদিও তাতে খুব একটা সমস্যা হয়নি ভারতীয় যুবদলের। একার হাতে অজি বাহিনীর বিরুদ্ধে দাপট দেখিয়েছিলেন বৈভব সূর্যবংশী এবং ভিহান মালহোত্রা। এদিন দুই ব্যাটসম্যানের ব্যাট থেকেই 70 রান করে পেয়েছিল ভারতীয় দল। সেই সূত্রেই স্কোর বোর্ডে 300 রান দাঁড় করায় ভারত।

বলা বাহুল্য, বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠে 68 বলে 6টি ছয় এবং 5টি বাউন্ডারি সহযোগে 70 রান করেছিলেন বৈভব। আর সেই সূত্র ধরেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিহারের ভূমিপুত্র। জানিয়ে রাখি, এতদিন যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছয় মেরে নিজের জায়গা ধরে রেখেছিলেন উন্মুক্ত চাঁদ। যুব ওয়ানডে ক্রিকেটে 2011-12 মরসুমে ভারতের হয়ে 38টি ছয় মেরে এই রেকর্ড গড়েছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচে 6টি ছক্কা হাঁকিয়ে চাঁদের রেকর্ড গুঁড়িয়ে দিলেন বৈভব। বলা বাহুল্য, বর্তমানে ওয়ানডে যুব ক্রিকেটের তাঁর ছয়ের সংখ্যা 41।

Vaibhav Suryavanshi World Record

অবশ্যই পড়ুন: ফের কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুললেন তুর্কির প্রেসিডেন্ট, ভারতকে দিলেন হুঁশিয়ারিও!

উল্লেখ্য, এর আগে ভারতীয় ক্রিকেটে একাধিক রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী। শেষবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরি গড়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে উঠেছিলেন তিনি। এছাড়াও 2023-24 রঞ্জি ট্রফিতে মাত্র 12 বছর 284 দিনে অভিষেক করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি। বলে রাখি, একদিনের যুব ক্রিকেটে, মাত্র 52 বলে দ্রুততম যুব ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন বৈভব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join