বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) অপ্রতিরোধ্য ভারত। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও দাবানলের গতিতে এগোচ্ছে টিম ইডিয়ার জয়রথ। তবে একের পর এক আসর জিতে নিলেও, কাঠগড়ায় উঠেছে ভারতীয় দলের ফিল্ডিং। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে গত দুই ম্যাচ এবং বুধবারের বাংলাদেশ ম্যাচেও একগুচ্ছ কঠিন-সহজ ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মারা।
বিশেষত, ভারতীয় দলের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) বলেই বেশ কিছু ক্যাচ হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার ছেলেদের। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি বরুণকে বসিয়ে কুলদীপকে এগিয়ে রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? সেজন্যই কি কোনও নতুন ষড়যন্ত্র? প্রশ্ন তুলছেন নেট নাগরিকরা।
বরুণের বিরুদ্ধে ষড়যন্ত্র ভারতীয় দলে?
এতদিন শোনা যাচ্ছিল, অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে বসিয়ে বরুণ চক্রবর্তীকে অগ্রাধিকার দিচ্ছে ভারতীয় দল। কেননা, ওয়ানডে থেকে শুরু করে টি-টোয়েন্ট, বিগত বেশ কিছু টুর্নামেন্টে কুলদীপের বদলে খেলানো হয়েছিল বরুণকে। তাই সমর্থকদের একটা বড় অংশ প্রশ্ন তুলছিলেন, কুলদীপ একজন অভিজ্ঞ বোলার হয়েও কেন তাঁকে প্রথম একাদশে জায়গা দেওয়া হচ্ছে না? তাঁদের ধারণা ছিল, কুলদীপের জায়গাটা হয়তো খেয়ে নিচ্ছেন বরুণ। তবে এশিয়া কাপের মঞ্চে পৌঁছে এক লহমায় বদলে গেল সেই ভাবনা।
বলা বাহুল্য, চলতি এশিয়া কাপের প্রথম থেকেই একগুচ্ছ ক্যাচ হাত ফসকেছে ভারতীয় ফিল্ডারদের। তাতে অবশ্য বেজায় ক্ষুব্ধ সমর্থকরা। গতকাল বাংলাদেশের ম্যাচেও একই দৃশ্য ধরা পড়েছে। তবে এর মাঝে যে ঘটনাটা ভক্তদের সবচেয়ে বেশি নজরে পড়েছে তা হল, বরুন চক্রবর্তী বল করলেই সেটা ক্যাচ আউট না হয়ে মিস ফিল্ডিং হয়ে যাচ্ছে! শেষ দুই ম্যাচে বরুণের বলে 5টি ক্যাচ ছেড়েছেন ভারতের ছেলেরা! কিন্তু কেন? সমাজ মাধ্যমের পাতায় এ নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের দাবি, চাপে পড়ে এখন কুলদীপ যাদবকে এগিয়ে রাখতে চাইছে বোর্ড! বরুণের বিরুদ্ধে ভারতীয় শিবিরে ষড়যন্ত্র চলছে! এ বিষয়টা নিয়ে মুখ না খুললেও সতীর্থদের মিস ফিল্ডিং নিয়ে সরব হয়েছেন ভারতীয় তারকা বরুণ চক্রবর্তী।
চলতি এশিয়া কাপে কেন এত ক্যাচ মিস করল ভারতীয় ক্রিকেটাররা?
বিগত ম্যাচগুলিতে অভিষেক শর্মাদের ক্যাচ মিসের নেপথ্যে রিং অফ ফায়ারকে দায়ী করেছেন বরুণ চক্রবর্তী। ভারতীয় তারকার দাবি, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ জুড়ে গোল করে যে আলোগুলি রয়েছে সেই রিং অফ ফায়ার অর্থাৎ লাইটের কারণেই ক্যাচ ধরতে সমস্যায় পড়েছেন সতীর্থরা। এ প্রসঙ্গে বিশেষজ্ঞদেরও দাবি, স্টেডিয়ামের আলো চোখে পড়ায় উঁচু ক্যাচ ধরতে গিয়ে সমস্যায় পড়ছেন খেলোয়াড়রা।
অবশ্যই পড়ুন: ভারতবিদ্বেষী সেলিব্রেশন! দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে ICC-র দ্বারস্থ BCCI
গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরুণ বলেন, এখানে কোনও অজুহাত দেওয়া যায় না। আমরা তো ফাইনাল খেলতে যাব, তাই এই ক্যাচগুলি আমাদের তালুবন্দি করা শুরু করতে হবে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে আমাকে যদি কেউ প্রশ্ন করেন তবে আমি বলব, রিং অফ ফায়ারের আলো চোখে পড়ার কারণেই ক্যাচ ধরতে সমস্যা তৈরি হচ্ছে।
এদিন ভারতের রহস্যময় স্পিনারকে বলতে শোনা যায়, গত ম্যাচে ক্যাচ মিস করা নিয়ে আমাদের ফিল্ডিং কোচ টি দিলীপ সেভাবে কিছুই বলেননি। বাংলাদেশ ম্যাচের পর তিনি চাইলে বকাবকি করতেই পারতেন। আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু বিশ্বকাপের লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তাই সেই লক্ষ্য পূরণ করতে হলে আমাদের উন্নত হতেই হবে।