Indiahood-nabobarsho

টিম ইন্ডিয়ার ইতিহাসে দ্বিতীয়বার, ৫ উইকেট নিয়েও লজ্জার রেকর্ড গড়লেন বরুণ চক্রবর্তী

Published on:

Varun Chakaravarthy, India vs England, T20 Series, T20 3rd Match, Indian Spinner, Shame Record, Big News, India Lost, England, Team India,

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি সিরিজের গত 2 ম্যাচে সহজ জয় পেলেও মঙ্গলবার ইংল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। জস বাটলারদের আঁটসাঁট রক্ষণভাগ ও আক্রমাত্মক ব্যাটিং কাজে এসেছিল গতকাল। তবে সাফল্য আসেনি শুধু ভারতীয় ব্যাটারদের প্রচেষ্টায়। এদিন ম্যাচের শুরুতে বল হাতে বোলারদের দাপট উইকেটে দখল জমালেও ভারতের ব্যাটিং বিপর্যয় জয়ের পথে মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। যদিও সেসবের মধ্যেই দুর্ধর্ষ বোলিংয়ে 5 উইকেট তুলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। আশ্চর্যের বিষয়, ভারতীয় স্পিনারের অসামান্য বোলিং সত্বেও লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে তাঁর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বরুণের লজ্জার রেকর্ড!

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে বরুণ চক্রবর্তীর ঘূর্ণির জোর ভারতের খাতায় 5 উইকের যোগ করেছে। সেই সাথে ভারতীয় স্পিনারের কব্জায় পড়ে ভেঙেছে বহু প্রত্যাশিত অংশীদারিত্ব। মঙ্গলবার 4 ওভারের কোটায় 24 রান দিয়ে 5 উইকেট ভেঙেছেন বরুণ। খেলোয়াড়ের দুর্দান্ত পারফরমেন্স তাঁকে ম্যাচ সেরার তকমাও পাইয়েছে। এহেন আবহে দলের জন্য নিজের সবটুকু উজাড় করেও এক লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের বোলারের।

গতকালের ম্যাচের দৌলতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অসামান্য রেকর্ড গড়েছেন চক্রবর্তী। সাফল্যের জোরে তিনিই প্রথম বোলার যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দু’বার 5টি উইকেট নিয়েছেন। তবে এই চওড়া হাসির রেকর্ড সত্বেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সূত্র বলছে, একজন ভারতীয় ক্রিকেটের হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে দু’বার 5 উইকেট তোলার পরও পরাজয় দেখেছে দল। আর এই ঘটনাই বরুণের নামের পাশে লজ্জার রেকর্ড জুড়ে দিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গতকালের ম্যাচে ভারতের সহায় হয়নি ভাগ্য

মঙ্গলবার ব্যাট করতে নেমে ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করতে চেয়েছিলেন ইংলিশ তারকা ফিল সল্ট। তবে দুর্ভাগ্য যে, সেই সুযোগ তৈরি হয়নি। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার দুরন্ত বল সল্টের ব্যাটের সংস্পর্শে আসতেই সহজ ক্যাচ লুফে নেন অভিষেক শর্মা। ফলত বুকের বাঁদিকে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এদিন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে ফিরতি পথ দেখতে হয়েছিল অধিনায়ক বাটলারকেও। তবে বেন ডাকেটের পুরনো ছন্দ মঙ্গলবার ইংল্যান্ডকে 51 রান পাইয়ে দিয়েছে।

সেই সাথে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকেও এসেছে 43 রানের একটি অসাধারণ ইনিংস। তবে ইংলিশ তারকাদের ফর্মকে কব্জির জোড়ে ঘায়েল করেছেন ভারতীয় বোলাররা। যদিও ভারতের জোরালো আক্রমণ সত্ত্বেও 171 রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ইংলিশ বাহিনী। কাজেই শক্ত কাঁধে গুরু দায়িত্ব নিয়ে ব্যাট হাতে মাঠে নামেন ভারতের ছেলেরা।

আরও পড়ুনঃ বুমরাহ না ফিরলে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই পেসার, তালিকায় KKR-র প্রাক্তন

তবে ভাগ্যের ফের এদিন 145 রানে আটকে দেয় টিম ইন্ডিয়াকে। গতকাল ব্যাট করতে এসে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। এদিন তাঁর ব্যাট থেকে 40 রানের সাহসী ইনিংস উপহার পেয়েছিল ভারত। তবে লজ্জার বিষয়, মঙ্গলবার রাজকোটের ময়দানে অভিষেক শর্মা ছাড়া আর কেউই 20 রানের গন্ডি টপকাতে পারেননি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group