‘আমাদের ট্রফি নিয়ে যেতে পারে, কিন্তু …’ এবার নকভিকে কটাক্ষ বরুণ চক্রবর্তীর!

Published:

Varun Chakaravarthy On Asia Cup 2025 regarding Trophy controversY
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের রহস্যময় স্পিনার তিনি। ইচ্ছে ছিল সফল চলচ্চিত্র পরিচালক হওয়ার। সেখান থেকে ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় হয়ে উঠেছেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবার সেই বরুণ চক্রবর্তীই এশিয়া কাপ জিতে ফাইনালের দিনই কফি কাপের সাথে একটি ছবি পোস্ট করেন। যা ব্যাপক ভাইরাল হয় নেট দুনিয়ায়। এবার সে প্রসঙ্গেই মুখ খুলে বড় কথা বলে দিলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার (Varun Chakravarthy On Asia Cup 2025)।

ঘুরিয়ে নকভিকে কটাক্ষ করলেন বরুণ?

গত এশিয়া কাপে ভারতের জয়ের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর। সম্প্রতি ইউটিউবে ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস এ সঞ্চালক গৌরব কপূরের সাথে কথা বলতে গিয়ে উঠে আসে এশিয়া কাপের প্রসঙ্গ। আর তারপরেই ফাইনালের পর কফি কাপ নিয়ে ছবি পোস্টের বিষয়ে মুখ খুলে বরুণ বলেন, ‘আমি জানতাম আমরা জিতব। আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিতে যাই, তখনই বুঝে গিয়েছিলাম যে, ফাইনালে আমাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান। সেখানেও আমরাই জিতব।’

বরুণের কথায়, ‘আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে, ঘুমবো এবং তার ঠিক পাশেই থাকবে ট্রফি। সেই মুহূর্তটাও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। তবে ম্যাচের পর আমাদের সামনে কিছুই ছিল না। ছিল একটা কফির কাপ। সেটা নিয়েই ছবি তুলেছি। আসলে আমরা জানতাম আমরা প্রত্যেকটা ম্যাচ জিতব। কারণ ভারত বিশ্বের এক নম্বর দল। তাঁরা আমাদের ট্রফি নিয়ে যেতে পারে, কিন্তু আমরাই চ্যাম্পিয়ন।’ ভারতীয় তারকার এমন বক্তব্যের পর অনেকেই বলছেন, ঘুরিয়ে ফাইনালের পর ভারতে ট্রফি না পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ACC চেয়ারম্যান ওরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে ঠুকলেন বরুণ।

অবশ্যই পড়ুন: ফ্রিতে দেখা যাবে ইস্ট-মোহনের শনিবারের ডার্বি? কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং? রইল হদিস

উল্লেখ্য, গত এশিয়া কাপে অপ্রতিরোধ্য থেকেই খেতাব জিতেছিল ভারত। আর সেই আসরেই নিজের দক্ষতা দেখিয়েছিলেন মিষ্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। বলাই বাহুল্য, এশিয়া কাপের 6 ম্যাচে অংশ নিয়ে 7টি উইকেট তুলেছিলেন বরুণ। পাকিস্তানের বিরুদ্ধে খেলা শেষ ম্যাচে নিজের কব্জির জোর দেখিয়ে 4 ওভারে মাত্র 30 রান দিয়েই 2 উইকেট তুলে নেন তিনি। কাজেই, এশিয়া কাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমন খেলোয়াড়ের সাথে উদযাপন বা সেলিব্রেশন শব্দটি একেবারেই মানানসই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join