KKR-র রিটেন লিস্টে নিজের নাম না দেখে কেঁদে ফেলেন আইয়ার

Published on:

venkatesh iyer shreyas iyer

কলকাতাঃ গত ৩১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স  তাঁদের রিটেন করা প্লেয়ারদের লিস্ট জারি করেছেন। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নরেন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী আর রমণদীপ সিংকে এবার দলে রেখে দিয়েছে KKR। এদের মধ্যে রিঙ্কু সিং সবথেকে বেশি ১৩ কোটি টাকা পাচ্ছেন। ওদিকে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার নিলামে উঠছেন। কারণ KKR তাঁকে রিটেন করেনি। তবে রিটেন লিস্ট দেখে কলকাতার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার কেঁদে ফেলেছিলেন বলে খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গতবার ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেছিল KKR, কিন্তু এবার তার প্রতি আর আস্থা রাখা হয়নি। শ্রেয়স আইয়ারের মতোই ভেঙ্কটেশ আইয়ারও এবার নিলামে উঠছেন। এবার মেগা নিলামে তাঁকে কোন দল নেয়, সেটা নিয়েও নজর থাকবে KKR ভক্তদের। কিন্তু ২০২৫-এর IPL-এ কলকাতা দলের অংশ হতে পারবে না জেনে আইয়ার কেঁদেই ফেলেন।

কেঁদে ফেললেন ভেঙ্কটেশ আইয়ার

কেকেআরের থেকে তিনি সবকিছু পেয়েছেন, আর এই কারণেই শাহরুখের দলেই খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু সুযোগ না পাওয়ায় আবেগে সুরে ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘আমি KKR-র রিটেন তালিকায় থাকতে চেয়েছিলাম। KKR-ই আমাকে প্রথম সুযোগ দিয়েছে, আমি আজ যা হয়েছি, পুরোটাই কলকাতা দলের জন্য। ক্রিকেটের বাইরেও আমার সম্পর্ক রয়েছে KKR-র সঙ্গে। আর এই আবেগের সম্পর্ক আছে বলেই আমি কেঁদে ফেলেছিলাম।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

‘কলকাতা নাইট রাইডার্স আমার পরিবার’

যদিও, রিটেন তালিকায় নাম না থাকার দুঃখ থাকলেও, প্রাক্তন দলের সিদ্ধান্ত মাথানত করে মেনে নিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। কলকাতার এই বাঁ হাতি ব্যাটার এটুকু জানেন যে, সবাইকে ধরে রাখা যায় না। IPL-র যা নিয়ম, তাতে বাধ্য বাধকতা রয়েই যায়। আইয়ার বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স আমার পরিবার। KKR-র সাথে আমার আবেগের সম্পর্ক রয়েছে। তবে দলের স্বার্থে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। KKR-ও সেটাই করেছে। ওরা যেই ৬ প্লেয়ারকে ধরে রেখেছে, তাঁরা প্রত্যেকে নিজের জায়গায় সেরা। সবাই দলের হয়ে ঝাঁপিয়ে পড়বেন।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group