বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন IPL মরসুমের আগে অধিনায়ক নিয়ে জটিলতার মাঝে বড়সড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন আচমকা গোড়ালিতে চোট পান KKR-এর পুরনো সৈনিক ভেঙ্কটেশ আইয়ার। কেরলের বিরুদ্ধে ব্যাট করতে নেমেই মচকায় গোড়ালি। আর এরপরই বিষাদগ্রস্ত মুখ নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। যার জেরে ভেঙ্কির চোট যন্ত্রণা নিয়ে বাড়তি ভাঁজ যোগ হয়েছে নাইট কর্তাদের কপালে।
গোড়ালিতে জোরালো চোট পেলেন আইয়ার!
বৃহস্পতিবার ঘরের মাঠ তিরুঅনন্তপুরমে মধ্যপ্রদেশের বিরুদ্ধে আক্রমণ শানাতে নামে কেরলের ছেলেরা। খেলা তখন অর্ধেকের বেশি ঝুঁকে গিয়েছে তাদের দিকেই। ফলত 49 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা মধ্যপ্রদেশের দায়িত্ব গিয়ে পড়ে KKR তারকা আইয়েরের কাঁধে। সেই মতো ব্যাট করতে নেমেই ঝোড়ো হাওয়া তোলার চেষ্টা করেছিলেন ভেঙ্কি। তবে কাজের কাজ তো হয়ইনি বরং তৃতীয় বলেই বিপদ সীমায় এসে দাঁড়ায় নাইট যোদ্ধা।
কেরল বোলারের 3 নম্বর বল ঠেকাতে গিয়ে গোড়ালি মচকে যায় আইয়ারের। যন্ত্রণা নিয়ে তড়িঘড়ি মাটিতে লুটিয়ে পড়েন রিঙ্কু সতীর্থ। দীর্ঘক্ষণ মাঠেই চলে চিকিৎসা, তবে প্রাথমিক শুশ্রুসার পরেও উঠে দাঁড়াতে পারছিলেন না ভেঙ্কটেশ। শেষ পর্যন্ত না পেরে ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয় তাঁকে। যদিও পরবর্তীতে চেয়ারে পা তুলে ডাগাআউটে বসে থাকতে দেখা গেছে নাইট রাইডার্স ব্যাটারকে।
Venkatesh Iyer Has Twisted His Ankle 🥲
Hoping For His Speedy Recovery 🙏🏻 pic.twitter.com/O9ifsPkX30
— Knight Club : KKR (@KnightClub_KKR) January 23, 2025
আইয়ারের চোট চিন্তা বাড়িয়েছে KKR কর্তাদের!
মধ্যপ্রদেশের হয়ে ব্যাটা হাতে মাঠে নামতেই ভেঙ্কটেশ আইয়ারের গোড়ালির চোট খেলোয়াড়ের শারীরিক যন্ত্রণার মতোই চিন্তার বোঝা বাড়িয়েছে নাইট কর্তাদের। যদিও মধ্যপ্রদেশ দল কিংবা কলকাতার নাইট রাইডার্সের তরফে কোনও অফিসিয়াল বক্তব্য রাখা হয়নি। তবে রঞ্জির ম্যাচে খেলোয়াড়ের চোট যে নাইট কর্তা থেকে শুরু করে অনুরাগীদের চিন্তার কারণ হয়ে উঠবে একথা নিঃসন্দেহে বলা যায়।
অবশ্যই পড়ুন: মোহনবাগানকে আটকে দিয়ে সুর চড়ালেন প্রীতম কোটাল
2025 IPL থেকে ছিটকে যেতে পারেন আইয়ার?
রঞ্জি ট্রফির ম্যাচে আইয়ারের চোটের ধরন জানা গেলেও তা কতটা গুরুতর সে বিষয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা। সূত্রের খবর, ম্যাচ চলাকালীন খুব বাজে ভাবে মচকে যায় নাইট তারকার গোড়ালির নিচের অংশ। আচমকা চোটের কারণে ভেঙ্কটেশ আইয়ারের গোড়ালি অনেকটাই ফুলে গিয়েছে বলে খবর।
কাজেই এহেন আবহে খেলোয়াড়ের চোট যদি ক্রমশ বাড়ে সেক্ষেত্রে আসন্ন IPL থেকে অলরাউন্ডারের ছিটকে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক হবে না। তবে এই আশঙ্কা যদি সত্যি হয় সেক্ষেত্রে অধিনায়ক নিয়ে জটিলতার মধ্যে বিপদ বাড়বে পার্পল ক্যাপসদের।