বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রোগী, তবুও আবেগে এক ফোঁটাও ধাক্কা লাগেনি। মুখে অক্সিজেন মাস্ক, গোটা শরীরে চ্যানেল করে সুই ফোটানো হয়েছে। তাও বাঁ হাতে মুঠোফোনের স্ক্রিনে প্রিয় দল মোহনবাগানের ম্যাচ চালিয়ে একজন কর্তব্যপরায়ণ সমর্থকের ভূমিকা পালন করছেন বৃদ্ধ।
সম্প্রতি এমনই এক ভিডিও ছেয়ে গিয়েছিল গোটা নেট দুনিয়ায়। মৃত্যুর দরজায় কড়া নাড়ার প্রাক্কালে সবুজ মেরুনের জয় যাত্রা দেখেছিলেন ওই বৃদ্ধ ব্যক্তি। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই শুভাশিসদের জয়ে শামিল হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সমর বাবু। যদিও নেট দুনিয়ায় তাঁর বাগান প্রেম ছড়িয়ে পড়ায় অনেকেই বৃদ্ধের সুস্থতা কামনা করেছিলেন। তবে সোমবার তাদের সেই ইচ্ছে মাটি হয়েছে। পরলোক গমন করেছেন মোহনবাগানের অন্যতম প্রবীণ সমর্থক।
মোহন-মেডান যুদ্ধ দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ!
গত শনিবার যুবভারতীর ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী মহমেডানের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগানের ছেলেরা। সেই ম্যাচে প্রিয় দলের গতিবিধি কেমন তা জানতেই হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু পথযাত্রী সমর বাবু স্মার্টফোনে ম্যাচটি দেখেছিলেন। মোহনবাগানের খেলা মিস করা মানেই সমর্থক হিসেবে বড়সড় অন্যায়! তাই সুস্থ শরীরে বাড়িতে না হলেও, শারীরিক অসুস্থতা নিয়েই হাসপাতালে সবুজ মেরুন ম্যাচ দেখছিলেন তিনি।
যেই দৃশ্য মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়। ভিডিওটি সমাজ মাধ্যমে পা রাখতেই ছড়িয়ে পড়ে দাবানলের গতিতে। ভিডিও দেখে সবুজ মেরুন থেকে লাল হলুদ উভয় দলের সমর্থকরাই বাহবা দিয়েছেন। প্রশংসা এসেছে ভিন রাজ্য থেকেও। তবে এই ঘটনা 24 ঘন্টার গণ্ডি পার হতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সমর বাবু। যা স্বল্প হলেও মোহনবাগান কর্তাদের মনের ওজন বাড়িয়েছে।
বিদায় বেলায় সবুজ মেরুন পতাকায় ঢাকা হলো সমর বাবুর মরদেহ
মোহনবাগানের তরফে পোস্ট করা ভিডিওটিতে দেখা গিয়েছে, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে বেডে শুয়ে রয়েছেন এক প্রবীণ ভদ্রলোক। তার শরীরে চ্যানেল করে স্যালাইন দেওয়া হচ্ছে। বাঁ হাতে ধরা রয়েছে একটি স্মার্টফোন। তার স্ক্রিনে চলছে মোহনবাগান বনাম মহমেডানের হাই ভোল্টেজ ম্যাচ। ঠিক সেই মুহূর্তে প্রিয় দলের খেলা চোখের সামনে ভেসে উঠতেই যেন সব অসুখ নিমেষে সেরে গিয়েছিল সমর বাবুর।
তবে শুভাশিসদের দ্বিতীয় গোলটি করার পরই শারীরিক অস্বস্তি বাড়ে। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন সমর বাবু। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। হারিয়ে ফেলেছিলেন গলার স্বরও। শেষ পর্যন্ত গত 30 জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
অবশ্যই পড়ুন: ছুটি নেই! T20-র পর এবার ওয়ানডে সিরিজ খেলবেন টিম ইন্ডিয়ার ৫ প্লেয়ার
চিকিৎসকদের তরফে আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। 68 বছর বয়সে জীবনের অন্তিম নিঃশ্বাস ফেলার পর বিদায় বেলায় সমর বাবুর শরীর ঢেকে ফেলা হয় সবুজ মেরুন পতাকায়। এদিন প্রবীণ সমর্থককে মাল্য দান করে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন মোহনবাগানের কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায়। বাগান শুভাকাঙ্ক্ষীর আত্মার শান্তি কামনা করেছেন সবুজ মেরুন সমর্থকরাও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |