বৃন্দাবনের পর অযোধ্যায় বিরাট-অনুষ্কা, অবসরের পর প্রভু রামের শরণে কোহলি

Published on:

Virat-Anushka went to Ayodhya to pay homage to Lord Ram

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই, সদ্য শেষ হয়েছে টেস্ট অধ্যায়ও, বলা চলে বিরাটের এখন ছাড়া হাত-পা, শুধু ওয়ানডেতেই ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন কোহলি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এসবের মাঝে, প্রায়শই দেশের বিভিন্ন মন্দির দর্শনে যাচ্ছেন ভারতীয় মহাতারকা, সঙ্গে দেখা মিলছে অর্ধাঙ্গিনী বলিউড স্টার অনুষ্কা শর্মারও (Virat-Anushka)। রবিবারও একই ছবি ধরা পড়ল। আজই অযোধ্যায় পৌঁছলেন বিরাট-অনুষ্কা।

অযোধ্যা দর্শনে বিরাট-অনুষ্কা

রবিবার অযোধ্যার পবিত্র ভূমিতে পা রেখেই ভগবান রামলালা এবং হনুমানের দর্শন করেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। এদিন ভগবান দর্শনের পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে পূজা-পাঠে ব্যস্ত থাকতেও দেখা গিয়েছিল। যেই ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাইরাল সেইসব ভিডিওতে দেখা যাচ্ছে, অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের পুরোহিত বিরাট কোহলিকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। একেবারে ফুলের মালা পরে গলায় সাদা বস্ত্র ও কপালে তিলক নিয়ে হাসিমুখে ভগবানের সাথে কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছিল কিং কোহলিকে। এদিন ভারতীয় ক্রিকেটারের হাতে ভগবানের একটি ফটক তুলে দিয়েছেন হনুমান গড়ি মন্দিরের ওই পুরোহিত, যেই দৃশ্য দেখে বিরাট ভক্তদের অন্তর আত্মা যে তৃপ্ত হয়েছে সে কথা বলাই যায়।

ঈশ্বরের প্রতি অগাধ আস্থা রয়েছে কোহলির

সাম্প্রতিক বছরগুলিতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বা পরে কিংবা সিরিজের ফাঁকে স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশের বিভিন্ন মন্দির দর্শন করেছেন বিরাট কোহলি। সেই সাথেই 22 গজে সাফল্যের পরও বারংবার বিরাটের গলায় শোনা গিয়েছে আধ্যাত্বিক সুর। রবিবার কোহলি প্রসঙ্গে হনুমান গড়ি মন্দিরের পুরোহিত সঞ্জয় দাসজি জানান, আধ্যাত্মিকতা, ঈশ্বর, সংস্কৃতি ও সনাতন ধর্মের প্রতি দারুণ আগ্রহ রয়েছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। তাঁরা ভগবান রামলালার দর্শন করেছেন। একই সাথে হনুমানজির থেকেও আশীর্বাদ নিয়েছেন।

অবশ্যই পড়ুন: ফের উত্তাল বাংলাদেশ! অযথা চাপ দেওয়া হলে দেশবাসীকে এক করার হুঁশিয়ার ইউনূসের

প্রসঙ্গত, ইতিপূর্বে বৃন্দাবন গিয়েছিলেন বিরাট-অনুষ্কা। শ্রীকৃষ্ণের পবিত্র ভূমিতে পা রেখেই বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি রোহিত সতীর্থ পৌঁছেছিলেন বৃন্দাবনের অন্যতম সেবায়েত তথা ঈশ্বর অন্তপ্রাণ প্রেমানন্দ মহারাজের কাছে। স্ত্রী অনুষ্কাকে নিয়ে মহারাজ প্রেমানন্দজির কাছ থেকে আগামী দিনে পথ চলার উপদেশ ও আশীর্বাদ নিয়ে ফিরেছিলেন ভারতীয় মহাতারকা। এবার পৌঁছলেন ভগবান শ্রী রামের আশীর্বাদ নিতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group