IPL শেষ হওয়ার আগেই নতুন দল কিনলেন বিরাট কোহলি

Published:

Virat Kohli buys team in WBL
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জিতিয়ে 20 ওভারের সংস্করণ থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কোহলির সাথে সাথেই, টি-টোয়েন্টিতে আর খেলবেন না বলেই ঠিক করে নেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও। তবে সেই প্রসঙ্গ এখন অতীত। সম্প্রতি টেস্ট অধ্যায়ও শেষ হয়েছে বিরাটের।

মূলত রোহিতের অবসর ঘোষণার পরপরই বোর্ডের অনুরোধ উড়িয়ে লাল বলের ফরম্যাট থেকে চিরতরে বিদায় নিয়েছেন ভারতীয় মহাতারকা। বর্তমানে তিনি পুরনো দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চুটিয়ে IPL খেলছেন! তবে সেসবের মাঝেও বিনিয়োগ করে বসলেন অন্য জগতে! হ্যাঁ, ক্রিকেট থেকে কিছুটা দূরে গিয়ে এবার বোলিংয়ের দুনিয়ায় বিনিয়োগ করলেন বিরাট কোহলি। জানা যাচ্ছে, হঠাৎ স্ট্র্যাটেজিক ইনভেস্টার হয়ে উঠেছেন ওয়ান এইট।

হঠাৎ কেন বোলিং দুনিয়ায় বিনিয়োগ করলেন বিরাট?

জানা যাচ্ছে, ক্রিকেটে নিজের জাত চেনানোর পর এবার বোলিং জগতেও পা রাখলেন বিরাট। ইতিমধ্যেই ওয়ার্ল্ড বোলিং লিগের অন্যতম প্রধান ইনভেস্টার হয়ে উঠেছেন কোহলি। কিন্তু কেন? জানা গিয়েছে, এই খেলার প্রতি একেবারে ছোট থেকেই ঝোঁক ছিল বিরাটের।

WBL-এ বিনিয়োগের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় তারকা জানান, মাত্র 11 বছর বয়সে বোলিং শুরু করেছিলাম আমি। 12 বছর বয়স হতেই স্পিন শুরু করি। বর্তমানে বিশ্বজুড়ে বোলিং খুবই জনপ্রিয় হচ্ছে! ব্যবসায়িক প্রস্তাব হিসেবে এর অবমূল্যায়ন করা হয় আজকাল।

অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্ট যুদ্ধের আগেই বিরাট ধাক্কা ইংল্যান্ড শিবিরে! আঙুল ভাঙল তারকা অলরাউন্ডারের

ওয়ার্ল্ড বোলিং লিগে বড় অংশীদারিত্ব গড়লেন বিরাট

প্রাপ্য তথ্য অনুযায়ী, ওয়ার্ড বোলিং লিগ শুরু হচ্ছে লিগ স্পোর্টস কোম্পানির উদ্যোগে। বর্তমানে বিশ্বের ক্রীড়া জগত চ্যালেঞ্জে ভরা। এ প্রসঙ্গেই লিগ স্পোর্টস কোম্পানির সিইও আদি কে শর্মা জানিয়েছেন, সর্বোচ্চ মানের বোলিং চ্যালেঞ্জে পরিপূর্ণ একটি জগত।

বিরাট কোহলি বোলিং করতে পারেন জেনেই তাঁকে যুক্ত করা হয়েছে। ওর খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে অনেক আগে থেকেই! আমরা সেইসব আগ্রহকে কাজে লাগাতে চাইছি। আগামী দিনে এ বিশেষ অংশীদারিত্ব বিশ্ব দরবারে বড় কিছু তুলে আনবে বলেই আশাবাদী ওই সংস্থার প্রধান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join