Indiahood-nabobarsho

দ্বিতীয় ODI-তে ফিরছেন মহাতারকা, বদলে যাবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

Published on:

virat kohli jasprit bumrah

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 9 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠ দখল করবেন ভারতের ছেলেরা। এই রণক্ষেত্রে ভারতের লক্ষ্য থাকবে ইংল্যান্ডকে পরাস্ত করে সিরিজে 2-0 ব্যবধান যোগ করা। অন্যদিকে জস বাটলারের দল চাইবে কটকের ময়দানে ভারতকে পরাজয় দেখিয়ে চলতি সিরিজ 1-1 সমতায় নিয়ে আসতে। এহেন আবহে বৃহস্পতিবার নাগপুরে প্রথম ওয়ানডে ম্যাচে অনুপস্থিত ভারতীয় মহাতারকাকে নিয়ে বড় আপডেট এসেছে। রিপোর্ট বলছে, গতকাল হাঁটুর ফোলা ভাব না কমায় মাঠের বাইরে ছিলেন বিরাট কোহলি। এবার তাঁকেই দলে ফেরানো হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন কোহলি?

নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে নামার আগে অনুশীলনের সময় বিরাটের ডান হাঁটুতে ব্যান্ডেজ বাঁধতে দেখা গিয়েছিল। পরবর্তীতে ভারতীয় খেলোয়াড়কে হোটেলে নিয়ে আসা হলে তাঁর হাঁটুর ফোলা ভাব ক্রমশ বাড়তে থাকে। ফলত, হাঁটুর চোটকে সামনে রেখে গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে বাদ পড়েছিলেন কোহলি। তাঁর বিকল্প হিসেবে মাঠে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। এবার কোহলিকে নিয়েই একটি বড় আপডেট এসেছে।

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় বিরাটের হাঁটু সম্পূর্ণ ঠিক ছিল। তবে খেলোয়াড়কে হোটেলে নিয়ে আসার পরেই তাঁর হাঁটু ফুলতে শুরু করে। তবে সেই চোট খুব একটা গুরুতর নয়। শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে 9 ফেব্রুয়ারি কটকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কোহলিকে মাঠে নামাতে পারে ম্যানেজমেন্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

14 হাজার রানের খুব কাছে কোহলি

ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির পরিসংখ্যান দুর্দান্ত। এখনও পর্যন্ত, 295টি ওয়ানডে ম্যাচে ব্যাট করে 13 হাজার 906 রানের বিরাট রেকর্ড করেছেন কিং কোহলি। বিরাটের এই রানের রেকর্ডে 50টি সেঞ্চুরি ও 72টি হাফ সেঞ্চুরি রয়েছে। এই দীর্ঘ সময়কালে বিরাটের গড় ছিল 58.18।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি বর্তমানে দ্রুততম 14 হাজার রান থেকে মাত্র 94 সংখ্যা পিছিয়ে রয়েছেন। এহেন পরিস্থিতিতে, বিরাট ভক্তদের একটা বড় অংশের দাবি, কোহলি যদি দ্বিতীয় ওয়ানডেতে একবার সুযোগ পান সেক্ষেত্রে এই ম্যাচেই তিনি আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম 14 হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

অবশ্যই পড়ুন: বরুণের কারণে KKR-এ থেকেও সুযোগ পাননি কুলদীপ, টিম ইন্ডিয়াতেও মুখোমুখি দুজনে

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল(উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group