বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে কার্যত জীবন বাজি রেখে লড়ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক রজত পতিদারের দেখানো পথে হেঁটে এ মরসুমে এখনও পর্যন্ত নিজেদের ফর্ম ধরে রেখেছে RCB। শেষ ম্যাচেও রাজস্থানের বিপক্ষে জয় পেয়েছে রেড আর্মি। তবে দলের সাফল্যের মাঝে বিপদে পড়েছেন ভারতীয় মহা তারকা বিরাট কোহলি (Virat Kohli)! এ মরসুমে যেন শনির দশা কাটছেই না তাঁর! না! 22 গজে নয়, ব্যাট হাতে ভাল ছন্দেই দেখা মিলছে তাঁর।
তবে সাম্প্রতিক কালে খোয়া যাচ্ছে তাঁর প্রিয় জিনিস! হ্যাঁ, বেশ কিছুদিন আগে কোহলির সুগন্ধি হারিয়ে যাওয়ায় হইচই পড়েছিল নানা মহলে। এবার চুরি গেল উইলো কাঠের ব্যাট! সূত্রের খবর, রাজস্থানের ম্যাচ শেষে ড্রেসিংরুমে ঢুকতেই ব্যাট খুঁজতে কাল ঘাম ছুটে গিয়েছিল বিরাটের। তা সত্ত্বেও মেলেনি প্রিয় অস্ত্র। শেষ পর্যন্ত নাকি এক সতীর্থর ব্যাগ থেকে ব্যাট উদ্ধার করেন কিং। যেই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে।
কাকে হাতেনাতে ধরলেন বিরাট?
জানা গিয়েছে, খানিকটা মশকরার ছলেই সতীর্থ বিরাট কোহলিকে না জানিয়েই তাঁর ব্যাট নিয়েছিলেন টিম ডেভিড। সূত্রের খবর, একেবারে চুপিসারে বিরাটের ব্যাগ থেকে ব্যাটটি বের করে নিজের ব্যাগে রেখে দেন তিনি। এরপর ব্যাগ গোছানোর সময় কোহলি দেখতে পান 7টি ব্যাটের বদলে মাত্র 6টি ব্যাট রয়েছে। আর এরপরই হন্ততন্ত হয়ে ব্যাট খুঁজতে শুরু করেন ভারতীয় মহা তারকা। তাঁর ব্যাট কেউ দেখেছি কিনা সে বিষয়েও ড্রেসিংরুমে চলে জিজ্ঞাসাবাদ।
অবশ্যই পড়ুন: আরও দৃঢ়বদ্ধ, আরও উন্নত! নববর্ষে নবরূপে ‘India Hood’
খোঁজ নিয়ে জানা গেল, বিরাটের প্রশ্নের জবাবে কেউ এক ফোঁটাও রা করেননি। প্রিয় ক্রিকেটারের সাথে মশকরা করছিলেন আর কি! এরপরই গোটা সাজঘরে তল্লাশি চালান কোহলি। অবশেষে টিম ডেভিডের ব্যাগ থেকে নিজের ব্যাট উদ্ধার করেন তিনি। তবে ব্যাট খুঁজেই থেমে থাকেননি
কোহলি।
অজি তারকাকে প্রশ্ন করেছিলেন, আমার ব্যাট তোমার ব্যাগে গেল কীভাবে? উত্তরে নাকি ডেভিড জানান, তিনি কোহলির ব্যাট ধার নিয়েছিলেন। আসলে দেখতে চেয়েছিলেন, যে ব্যাট থেকে এত রেকর্ড, কোহলির রানের পিছনে সেই ব্যাটের ভূমিকা কতটা! উত্তর শুনে একেবারে হেসে গড়াগড়ি খেয়েছিলেন বিরাট!