বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু রোহিত শর্মার পর এবার সাদা জার্সি তুলে রাখতে চলেছেন বিরাট কোহলিও(Virat Kohli)। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন কিং কোহলি। শোনা যাচ্ছে, ভারতীয় তারকার কাছ থেকে অবসরের সিদ্ধান্ত জানার পর বোর্ডের তরফে গোটা বিষয়টি একবার পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। কারণ, সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে বহু অপেক্ষিত টেস্ট সিরিজ। এহেন আবহে ভরসার কাঁধ সরে গেলে যথেষ্ট চাপে পড়তে পারে টিম ইন্ডিয়া।
আচমকা কেন টেস্ট থেকে অবসর নিতে চাইছেন কোহলি?
গত বুধবার সন্ধ্যায় হঠাৎই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লাল বলের ফরম্যাট থেকে বিদায়ের কথা জানিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার ভারতীয় দলের আরেক স্তম্ভ তথা মহাতারকা বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত চিন্তার ভাঁজ বাড়িয়েছে বোর্ড কর্তাদের কপালে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন কোহলি? জানিয়ে রাখি, ভারতীয় তারকার তরফে টেস্ট অধ্যায় শেষ করার কারণ হিসেবে কিছুই জানানো হয়নি।
তবে অনেকেই ধারণা করছেন, সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে টেস্ট সফরগুলি খুব একটা ভাল যাচ্ছে না তাঁর। বিগত বর্ডার গাভাস্কার ট্রফি কিংবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম সিরিজ, কোনও আসরেই সে অর্থে ধারাবাহিকতা বজায় রেখে নিজের জাত চেনাতে পারেননি বিরাট। তার ওপর আবার দীর্ঘদিনের সঙ্গী রোহিত অবসর নিয়েছেন। তাই টেস্টে খুব একটা চাপ নিয়ে খেলতে চান না বিরাট, আর সে কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত।
বিরাটকে একেবারেই ছেড়ে দিতে চাইছে না বোর্ড
কোহলির সাম্প্রতিক ফর্ম যা, তাতে এই মুহূর্তে তাঁকে ছেড়ে দেওয়া তো দূর বরং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যেকটি ম্যাচে ভারতীয় মহাতারকাকে খেলাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কয়েকটি সূত্র বলছে, বিরাট যেহেতু বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাই কোহলির সেই ছন্দকে কাজে লাগিয়ে ইংলিশদের বিরুদ্ধে দলের সাফল্য নিশ্চিত করতে চাইছে BCCI। এহেন আবহে আচমকা বিরাটের বেঁকে বসা যথেষ্ট চাপে ফেলেছে বোর্ড কর্তাদের। যদিও বোর্ডের তরফে বিরাট কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। কাজেই টেস্ট অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিলেও বোর্ডের অনুরোধে আপাতত ঝুলে রয়েছে কোহলির অবসর।
অবশ্যই পড়ুন: আর হবে না হয়রানি! এবার ঘরে বসেই হবে পাসপোর্ট! দেখে নিন পদ্ধতি
বিরাট কোহলির টেস্ট কেরিয়ার
কিং কোহলি প্রসঙ্গে বর্তমানে সকলেই অভিহিত। তাও বলা ভাল, ভারতের জার্সি গায়ে এখনও পর্যন্ত 123টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন কিং কোহলি। যেই দীর্ঘ যাত্রায় 9230 রান রয়েছে বিরাটের। একই সাথে 30 শতরানও জুড়েছে সেই তালিকায়। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ঘরানায় একেবারে খারাপ ফর্মের কারণে অনেকটাই নেমে এসেছে কিং কোহলির গড়। এমতাবস্থায়, মূলত নিজের খারাপ ফর্মকে সামনে রেখে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলকে যে যথেষ্ট ভোগাবে একথা বলাই যায়। কেননা, জুনের আগে কোহলির অবসর পাকা হলে ইংলিশদের বিরুদ্ধে সফর কালে অভিজ্ঞতার অভাব চাপে ফেলবে মেন ইন ব্লুদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |