কৌশিক দত্ত, কলকাতাঃ অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের। একেবারে ১০ উইকেটে হারতে হল টিম ইন্ডিয়াকে। অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টই যেন ত্রাস হয়ে উঠেছে ভারতীয় দলের জন্য। এর আগে একই মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। আর এবার ১০ উইকেটে হার। আর এই পরাজয়ের পর টিম ইন্ডিয়ার প্লেয়াদের নিয়ে সমালোচনা ঝড় বয়ে গিয়েছে। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে।
ফের ব্যর্থ বিরাট কোহলি
পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হন বিরাট কোহলি। মাত্র ১২ বলে ৫ করেছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে কামব্যাক করেন তিনি। ১৪৩ বলে ১০০ করে সমালোচকদের মুখ বন্ধ করেছিলেন। কিন্তু অ্যাডিলেডে আবার ব্যর্থ। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে মাত্র ১৮ই করতে পেরেছেন তিনি। আর দ্বিতীয় টেস্ট হারের পর কোহলি আর হোটেলে ফেরেননি।
ম্যাচ শেষে হোটেলে ফিরলেন না বিরাট কোহলি
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অ্যাডিলেড ওভালের মাঠে পরাজিত হওয়ার পর হোটেলে যাওয়ার বদলে নেটে অনুশীলন করা শুরু করে দেন বিরাট কোহলি। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ ঘামও ঝরান। বারবার ব্যর্থ হওয়ার পর ফের কামব্যাকের আশায় আরও পরিশ্রম শুরু করেছেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটার। এবার লক্ষ্য ব্রিসবেন টেস্ট।
হোটেলে না গিয়ে অনুশীলন করা কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুনীল গাভাস্কার। তিনি এও বলেছেন যে, কোহলি যদি অনুশীলন করতে পারেন, তাহলে বাকিরা কেন করবেন না? গাভাস্কার বলেন, ‘ওঁর দায়বদ্ধতা কতটা সেটা খেলার শেষে নেটে গিয়েই বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমি বাকিদের থেকেও এমন দায়বদ্ধতা দেখতে চেয়েছিলাম। তাঁরা সেটা করল না কেন? বাকিদের ওকে দেখে শেখা উচিৎ।’