বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা শেষ হচ্ছে ভক্তদের। বহুদিন পর আবারও ক্রিকেটের 22 গজে দেখা মিলবে প্রিয় বিরাট কোহলির। আগামী 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সেই মতোই ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন বিরাট কোহলি। তবে সেখানে যাওয়ার আগে একটি বড় দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি। জানা যায়, অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিরাট তাঁর ভাই বিকাশ কোহলির নামে গুরুগ্রামের কোটি টাকার বাড়ি সহ মোট সম্পত্তি (Virat Kohli Gurugram Property) লিখে দিয়ে গিয়েছেন।
ভাইকে সম্পত্তির মালিকানা তুলে দিলেন বিরাট
DNA India এর রিপোর্ট অনুযায়ী, গত 14 অক্টোবর বিরাট তাঁর ভাই বিকাশকে গুরুগ্রামের সম্পত্তির জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি তুলে দেন। সূত্রের খবর, অস্ট্রেলিয়ায় যাওয়ার ঠিক একদিন আগে ভাইকে সমস্ত সম্পত্তি বুঝিয়ে দিতে গুরুগ্রামের খিসিল অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে দিয়ে এসেছিলেন তিনি। শুধু তাই নয়, সেখানে পৌঁছে স্থানীয় ভক্তদের সেলফি আবদারও রেখেছিলেন বিরাট। এদিন তাঁর আদি বাড়ির কর্মীদের সাথেও ছবি তুলতে দেখা গিয়েছিল কোহলিকে।
কেন নিজের ভাইকে সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন কোহলি?
না বললেই নয়, বর্তমানে বিরাট তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এবং বাচ্চাদের নিয়ে পাকাপাকিভাবে লন্ডনে বসবাস করতে শুরু করেছেন। মাঝেমধ্যে ভারতে আসেন ঠিকই তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারত ছেড়ে নাকি ইংল্যান্ডে নিজের বাড়িতেই থাকবেন বিরাট। মূলত সে কারণে, গুরুগ্রামের সম্পত্তিতে হাত না দিয়ে তাঁর সবটাই বড় ভাই বিকাশকে হস্তান্তর করলেন ভারতীয় ক্রিকেটার। পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার অর্থ বিরাটের সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাই বিকাশ কোহলি আইনি অধিকার পেলেন।
অবশ্যই পড়ুন: ১ টাকায় রোজ 2GB ডেটা, আনলিমিটেড কলিং! দীপাবলি অফার আনল BSNL
ভাইকে কত টাকার সম্পতি হস্তান্তর করেছেন বিরাট?
বিরাট কোহলি তাঁর গুরুগ্রামের বাড়ির যে সম্পত্তি ভাই বিকাশ কোহলিকে লিখে লিখে দিয়েছেন তাঁর বর্তমান বাজার মূল্য কত, সে বিষয়ে কৌতুহল রয়েছে অনেকেরই। অনেকেই জানতে চাইছেন, ঠিক কত টাকার সম্পত্তি হাতছাড়া করলেন বিরাট? সেই সূত্রে বলি, গুরুগ্রামের ডিএলএফ সিটি ফেজ 1 এ বিরাট কোহলির একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যেটি তিনি 2021 সালে কিনেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওই বিলাসবহুল বাড়িটির দাম এই মুহূর্তে কম করে 80 কোটি টাকারও বেশি। তবে সেই বাড়ি ছাড়াও গুরুগ্রামে একটি বড় ফ্ল্যাটও রয়েছে বিরাটের। সব মিলিয়ে, গুরুগ্রামে বিরাটের মোট সম্পত্তির বাজার মূল্য 100 কোটি ছাড়িয়ে যাবে।