IPL থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি! রিপোর্ট

Published:

Virat Kohli IPL Retirement he repudiately skips RCB contracts renewal
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। তাই বর্তমানে ওয়ানডে সংস্করণই ভারতীয় মহাতারকা বিরাট কোহলিকে দেখার একমাত্র জায়গা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সেই ফরম্যাটেই কামব্যাক করছেন কোহলি। এহেন আবহে শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি ও টেস্টের পর এবার IPL থেকেও নাকি অবসর নিতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli IPL Retirement)! এ প্রসঙ্গে চিকু কিছু না জানালেও জল্পনা বাড়ায় চিন্তায় ভক্তরা।

IPL থেকেও অবসর নেবেন বিরাট?

রেভস্পোর্টসের সাংবাদিক রোহিত জুগলানের এক প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্র্যান্ড, অপারেশনস সম্পর্কিত একটি ব্যবসায়িক চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে। তবে শোনা যাচ্ছে, সেই চুক্তি স্বাক্ষর করতে নারাজ বিরাট কোহলি। আর এরপরই, প্রশ্ন ওঠে তাহলে কি IPL থেকে অবসরের পথে বিরাট? যদিও এ নিয়ে কোহলির পাশাপাশি RCB ম্যানেজমেন্টের তরফেও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খবর ছড়িয়ে পড়ায় চিন্তায় পড়েছেন ভক্তরা।

ওই ক্রীড়া সংবাদমাধ্যমের সাংবাদিক রোহিত বলেছিলেন, ‘গত বছর মেগা নিলামের আগে আমরা ধারণা করে নিয়েছিলাম যে 2026 IPL মেগা নিলামের পূর্বে বিরাট কোহলিকে একটি ব্র্যান্ডের সাথে তার চুক্তি বাড়াতে হবে। কিন্তু এখন জানতে পারছি, তিনি RCB-র ব্র্যান্ডটির সাথে চুক্তি বাড়াননি।’ সূত্রের খবর, বিরাট কোহলি নাকি চান না RCB ফ্রাঞ্চাইজি তার মুখ ব্যবহার করুক।

 

অবশ্যই পড়ুন: সেতু ভেঙে বন্ধ কলকাতা-দিঘার রাস্তা, কবে ব্রিজ ঠিক হবে, বিকল্প পথ কোনটা?

উল্লেখ্য, আগামী 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সেখানেই রোহিতের সাথে দেখা মিলবে কোহলিরও। তবে এরপর কী? শোনা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই রোকো জুটি। ফলে বিরাট এবং রোহিতের ওয়ানডে থেকেও অবসরের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join