পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট সিদ্ধান্ত কোহলির, চাপে পড়বেন বাবররা

Published on:

Virat Kohli made a big decision before taking the field against Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে তার আগে পাক ক্রিকেটারদের রাতের ঘুম কাড়তে নিজস্ব অস্ত্র ঝালিয়ে নিচ্ছেন ভারতের ছেলেরা। এহেন আবহে, ম্যাচের আগেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে বসলেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। সূত্রের খবর, পাকিস্তানকে হারাতে একপ্রকার মরিয়া হয়ে উঠেছেন কিং কোহলি। আর সেজন্যই ম্যাচের ঠিক আগের দিন আচমকা নিয়ে ফেললেন বিরাট সিদ্ধান্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পাকিস্তানকে হারাতে বিরাট সিদ্ধান্ত নিলেন কোহলি!

প্রথমত, আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট কোহলির খুব পছন্দের। তাও আবার ম্যাচ যদি হয়, পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে। এবার সেই সূত্র ধরেই, নিজের প্রিয় ফরম্যাটে পাকিস্তানের ছেলেদের বিপক্ষে মাঠে নামার আগের দিনই সকলকে তাক লাগিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।

জানা যাচ্ছে, এদিন নির্ধারিত সময়ের 3 ঘন্টা আগে ব্যাট হাতে অনুশীলনে নামেন বিরাট। দলের অন্যান্যদের আগে পাকিস্তানের বিরুদ্ধে অনুশীলন শুরু করার লক্ষ্যে স্থানীয় বোলারদের ডেকে পাঠিয়েছিলেন ভারতীয় তারকা। যেই ঘটনা ভারত পাকিস্তান ম্যাচের আগে চমকে দিয়েছে সকলকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ম্যাচের প্রতি কোহলির নিষ্ঠা

পাকিস্তান বিরুদ্ধ ম্যাচের আগে নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টা পূর্বে কোহলির অনুশীলনই বলে দেয় আগামীকালের ম্যাচের প্রতি তিনি কতটা মনোযোগী। ওয়াকিবহাল মহল বলছে, স্থানীয় বোলারদের নির্ধারিত সময়ের আগে ডেকে পাঠিয়ে নিজের অনুশীলনের সময় এগিয়ে নিয়েছেন কোহলি যা ম্যাচের প্রতি তাঁর নিষ্ঠার প্রতিফলন। সেই সাথে একদিনের ফরম্যাট যেহেতু বিরাটের পছন্দের তাই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিজের সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন ভারতীয় তারকা।

পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের রেকর্ড

রবিবারের ম্যাচের আগে দুবাইয়ের মাঠে পুরোদস্তুর অনুশীলন সেরেছেন কোহলি। বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে সেভাবে নিজের জলবা দেখাতে পারেননি কোহলি। এমনকি বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেও 22 রানে নিজের সফর শেষ করেছিলেন ভারতীয় তারকা। ফলত, একের পর এক ব্যর্থতার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে রান করার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না বিরাট। হয়তো সেজন্যেই, নিজের অনুশীলনের সময় নির্ধারিত হওয়ার পরও 3 ঘন্টা এগিয়ে এনেছেন কোহলি।

বলা বাহুল্য, ওডিআই ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভালবাসেন বিরাট। পাক ক্রিকেটারদের বিপক্ষে খেলোয়াড়ের বিগত ওয়ানডে পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত, 16টি একদিনের ম্যাচে অংশ নিয়ে 52.15 গড়ে 678 রান করেছেন বিরাট। এই দীর্ঘ সময়ে কোহলির ব্যাট থেকে 3টি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি উপহার পেয়েছিল ভারত। বলে রাখি, পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ফর্ম দুর্দান্ত। 16 ম্যাচের মধ্যে পাক তারকাদের বিপক্ষে বিরাটের সর্বোচ্চ রান ছিল 183।

JOIN US ON WhatsApp 

দুবাইয়ের মাঠে বিরাট রেকর্ড ভারতের

পাকিস্তানের বিপক্ষে আগামীকাল দুবাইয়ের মাঠে আক্রমণ শানাবে ভারতের সেনারা। তবে তার আগে এক নজরে দেখে নিন দুবাইয়ের ময়দানে টিম ইন্ডিয়ার রেকর্ড ঠিক কেমন। সূত্র বলছে, এখনও পর্যন্ত দুবাইতে 7টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে 7টিতেই জয় হয়েছে তাদের। পাকিস্তানের বিপক্ষেও এই মাঠে ভারতের রেকর্ড বিরাট।

অবশ্যই পড়ুন: ৪ কারণে ভারতের কাছে গোহারা হারবে পাকিস্তান

রিপোর্ট বলছে, পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আজ পর্যন্ত মাত্র দুবার মাঠে নেমেছিল মেন ইন ব্লু। জানলে অবাক হবেন, এই দুবারই শেষ হাসি হেসেছে ভারত। কাজেই দুবাইয়ের মাঠে ভারতের বিগত পরিসংখ্যান অনুযায়ী আগামীকালের ম্যাচ কেমন হতে পারে, স্পষ্ট না হলেও তার একটা আংশিক আভাস পাওয়া যাচ্ছে এখন থেকেই। তবে খেলাটা যেহেতু ক্রিকেট, তাই পরিস্থিতির বদল হতে সময় লাগে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group