বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রাক্কালে হঠাৎ সকলকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের চলে যাওয়া জাতীয় ক্রিকেট দলকে যে বড় ধাক্কা দিয়েছে তা বলার অবকাশ রাখে না।
তবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরের আগে রঞ্জি ট্রফি খেলে নিজেকে ঝালিয়ে নেওয়া বিরাট নাকি অবসর ভেঙে টেস্ট দলে ফিরতে পারেন। তবে রয়েছে বিশেষ এক শর্ত। হ্যাঁ, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করছেন, এক বিশেষ শর্তেই ফের টেস্ট দলে প্রত্যাবর্তন হতে পারে কোহলির।
এই শর্তে টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন বিরাট
সম্প্রতি কোহলির অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছিলেন, আমার মনে হয়, ভারত যদি ইংল্যান্ডের বিপক্ষে খুব বাজেভাবে হেরে যায় অর্থাৎ গোটা সিরিজে যদি 5-0 ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তবে অবসর ভেঙে টেস্টে ফিরতে পারেন বিরাট। হ্যাঁ, এমন ভয়ঙ্কর কথাই জানিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক।
অবশ্যই পড়ুন: বিরাট সুখবর! ভারতে খেলতে আসছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা
ক্লার্কের মূল বক্তব্যই ছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত ও বিরাটকে ছাড়াই খেলতে নামবে ভারতীয় দল। তবে সেই সফরে বিরাট কোহলিদের অনুপস্থিতে ইংল্যান্ড যদি ভারতকে একেবারে গো হারা হারায়, অর্থাৎ একেবারে হোয়াইটওয়াশ করে দেয়, তবে সেই চুনকাম সিরিজের লজ্জা কাটাতেই লাল বলের ফরম্যাটে প্রত্যাবর্তন হতে পারে 18 নম্বর জার্সির। ক্লার্ক আরও বলেন, বিরাট এখনও টেস্ট ক্রিকেটকে প্রচন্ড ভালবাসেন। আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের প্রতি ওর আবেগ এখনও উজ্জ্বল। তাই ভারতের দুরবস্থা ও দেখতে পারবে না!
ইংল্যান্ডের মাটিতে ভারত খারাপ ভাবে হারলে টেস্ট ক্রিকেটে বিরাটের ফিরে আসার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সব মিলিয়ে, প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বক্তব্যে এ কথা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে যে, রোহিত, বিরাটের পর শুভমনের কাঁধে আনকোরা এক দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। আর তেতে দুর্দিন দেখতে হতে পারে টিম ইন্ডিয়ার ছেলেদের!