অবসর ভেঙে সাদা জার্সিতে ফিরছেন বিরাট! IPL শেষ হলেই ইংল্যান্ডে যাবেন কিং কোহলি?

Published on:

Virat Kohli may return to the white jersey after retiring from Test cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। এমতাবস্থায়, শোনা যাচ্ছে ফের সাদা জার্সি গায়ে মাঠে নামতে পারেন তিনি। হ্যাঁ, পছন্দের কিং কোহলিকে ফের সাদা ঝকঝকে পোশাকে দেখার সৌভাগ্য হতে পারে ভক্তদের। তাহলে কি অবসর ভেঙে টেস্ট কেরিয়ারে প্রত্যাবর্তন হচ্ছে বিরাটের? জাতীয় দলের জার্সিতেই কি ফের দেখা যাবে কিংকে? বিষয়টা তেমনটাও নয়। তাহলে? রইল বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সাদা জার্সিতে প্রত্যাবর্তন কোহলির!

খোঁজ নিয়ে জানা গেল, অতি সম্প্রতি টেস্ট অধ্যায়ে দাড়ি টানা বিরাট নাকি ফের সাদা জার্সি গায়ে 22 গজে নামবেন। এ খবর কতটা সত্যি? সূত্র বলছে, বিরাটের সাদা জার্সিতে প্রত্যাবর্তনের খবর একেবারেই ভুয়ো নয়। জানা যাচ্ছে, ভারতের প্রাক্তন অধিনায়ককে নিজেদের দলে পেতে আগ্রহী ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্স। সূত্রের খবর, বিরাট যদি রাজি থাকেন সেক্ষেত্রে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে তাঁকে ফের সাদা পোশাকে খেলতে হবে।

এ প্রসঙ্গে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্সের ডিরেক্টর অ্যালান কোলম্যান জানিয়েছেন, বিরাট কোহলি আমার প্রজন্মের সবচেয়ে আইকনিক ক্রিকেটার। এই মুহূর্তে আমরা তাঁর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। সূত্র বলছে, খুব সম্ভবত নিজেদের দলে বিরাটকে পেতে চাইছেন অ্যালান। মনে করা হচ্ছে, আহামরি রান না গড়লেও কোহলির উপস্থিতিতেই নাকি তাঁদের দলের বাকিরা শক্তি পাবে। আর সে কারণেই বিরাটকে দলে নিতে একপ্রকার ঝাঁপিয়ে পড়েছে ইংল্যান্ডের এই কাউন্টি দল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

IPL শেষ হলেই ইংল্যান্ডে যাবেন কোহলি?

বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্সের আগ্রহ প্রকাশের পর অনেকেই মনে করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রা শেষ হলেই ইংল্যান্ডে গিয়ে অ্যালানদের সাথে আলোচনায় বসতে পারেন বিরাট। তবে প্রশ্ন থেকে যায়, আদৌ কি কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন বিরাট? সে প্রসঙ্গে বলি, বর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র ওয়ানডেতে রয়েছেন রাজা কোহলি।

কাউন্টি ক্রিকেটে খেলবেন কিনা সে বিষয়ে ভারতীয় মহাতারকার কাছ থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি। তবে যা শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বিদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না, আর সেই কারণেই কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও মেট্রো ব্যাঙ্ক কাপে কোহলিকে খেলানোর পরিকল্পনা করছে মিডলসেক্স।

অবশ্যই পড়ুন: বৃষ্টিতেই স্বপ্ন শেষ রাহানেদের, আর কী সুযোগ পাবে KKR? দেখে নিন

মিডলসেক্সে খেলেছেন বহু কিংবদন্তি ক্রিকেটার

জানিয়ে রাখি, বিরাট কোহলির প্রতি আগ্রহ প্রকাশের আগে দেশ-বিদেশের বহু নামজাদা ক্রিকেটার ইংল্যান্ডের এই কাউন্টি দলের হয়ে খেলেছেন। সেই তালিকায় নাম রয়েছে বিরাট কোহলির প্রাক্তন RCB সতীর্থ এবি ডি ভিলিয়ার্স-এরও। তাছাড়াও চলতি সিজনে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও মিডলসেক্সের সঙ্গে চুক্তি করেছেন। আর সেই সূত্রেই বহু ভক্ত মনে করছেন, বিরাট কোহলি যদি কাউন্টি ক্রিকেট খেলতে রাজি হয়ে যান সে ক্ষেত্রে তাঁকে জুটি বাঁধতে হবে উইলিয়ামসনের সাথেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group