অবসর নিয়ে আর থাকা গেল না, ইংল্যান্ডে ভারতীয় দলে যোগ দিলেন বিরাট কোহলি!

Published:

Virat Kohli meets with Indian team in England
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিয়েও ইংল্যান্ডে ভারতীয় দলে যোগ দিলেন বিরাট কোহলি (Virat Kohli)! গতকাল থেকেই ভেসে আসছে এমন খবর। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু আগেই নাকি টিম ইন্ডিয়ার ছেলেদের সাথে বৈঠকে বসলেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। কিন্তু অবসরের পরেও কেন হঠাৎ টেস্ট দলের সাথে যোগ দিলেন বিরাট? প্রশ্ন উঠছে নানা মহলে।

অবসর নিয়েও টেস্ট দলের সাথে যুক্ত হলেন বিরাট?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, 20 জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার প্রাক্কালে টিম ইন্ডিয়ার ছেলেদের সাথে নাকি দেখা করেছেন বিরাট। শোনা যাচ্ছে, লন্ডনে নিজের বাড়িতে কিছু জরুরী বিষয়ে আলোচনার জন্য শুভমন গিল ও তাঁর টিমের বেশ কয়েকজন প্লেয়ারকে বাড়িতে ডেকে একটি বৈঠক সেরেছিলেন বিরাট।

সূত্রের খবর, এদিন শুভমন গিল, সহ অধিনায়ক ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ সহ একাধিক তরুণ ক্রিকেটারকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আসন্ন টেস্ট ম্যাচগুলির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেন রাজা কোহলি। জানা যাচ্ছে, এদিন টিম ইন্ডিয়ার ছেলেদের সাথে অন্তত 2 ঘন্টা বৈঠক করেছিলেন বিরাট। আর সেখানেই, নিজের টেস্ট অভিজ্ঞতা ও কৌশল বাকিদের সাথে ভাগ করে নিয়েছিলেন ভারতীয় মহাতারকা।

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের মাটিতে কীভাবে সমস্ত কঠিন পরিস্থিতি সামলে প্রতিমুহূর্তে আক্রমণে থাকা যায়, ইংলিশদের বোলিং আক্রমণ কতটা পোক্ত হতে পারে, এইসব বিষয়ে আগাম সর্তকতাও নাকি কোহলির তরফে পেয়েছিলেন পন্থরা। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের কঠিন ম্যাচগুলিতে ছেলেদের কৌশল বাতলে দেওয়ার পাশাপাশি নাকি এক জোট হয়ে খেলার পরামর্শও দিয়েছেন রোহিত সতীর্থ।

অবশ্যই পড়ুন: জালে উঠবে শক্তিশালী ফুটবলাররা! মোহনবাগানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল FIFA

প্রসঙ্গত, ইংলিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ইতিমধ্যেই লিডসের হেডিংলিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট, রোহিতদের ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন হবে তা অনেক আগে থেকেই জানেন অধিনায়ক শুভমন। তবে সেই পথটা যতটা মসৃণ করা যায় সেই চেষ্টাই হ্কহয়তো রছেন ভারতীয় টেস্ট দলে প্রথমবার গুরু দায়িত্ব পাওয়া ক্রিকেটার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join