বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার মরুদেশে স্বমহিমায় ছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের সাফল্যের পথে দাঁড়ি টেন দলকে জেতানোর পাশাপাশি নিজের হাতে স্ট্রাইক রেখে বহু অপেক্ষিত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যার জেরে গুঁড়িয়ে গিয়েছে কোহলিকে ঘিরে ওঠা বহু অপবাদ। মুখ থুবড়ে পড়েছে ব্যর্থতা। পাকিস্তানের বিপক্ষে রবিবারের ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি 14 হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন কোহলি। এখন লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফির(Champions Trophy 2025) অধরা রেকর্ড।
বিরাট রেকর্ড গড়ার পথে কোহলি
রবিবারের শেষ হাসিটা কোহলির হাত ধরেই হেসেছিল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার জয়ে দুবাইয়ের রাতটা রবিবার যেন মায়াবী হয়ে উঠেছিল। আর এই দিনই পাকিস্তানকে শায়েস্তা করে 14 হাজার রানের রেকর্ডে থাবা বসিয়েছিলেন বিরাট। যার দরুণ, বিশ্বের তৃতীয় ব্যাটার তথা ভারতীয়দের মধ্যে শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিরাট রেকর্ড করেছিলেন ভারতীয় মহাতারকা।
বিশেষজ্ঞরা বলছেন, মাইলফল ছুঁয়েই থেমে থাকবেন না কোহলি। সূত্র বলছে, আসন্ন ম্যাচ গুলিতে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে জাতীয় দলের 18 নম্বর জার্সির। ফলত, রানের বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে বিরাট যদি একবার অধরা রেকর্ডে থাবা বসাতে পারেন, সেক্ষেত্রে দেশ-বিদেশের বহু তাবড় তারকাকে পিছনে ফেলে দেবেন তিনি।
রেকর্ড ভাঙবে ক্রিস গেইল থেকে গাঙ্গুলি সকলেরই!
বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, পাকিস্তানের ম্যাচে যেভাবে ব্যাটিং দাপট দেখিয়েছেন কোহলি, তাতে আগামী ম্যাচগুলিতে চ্যাম্পিয়নস ট্রফির সর্বাধিক রান সংগ্রাহক খেলোয়াড়ের রেকর্ডও গুড়িয়ে দিতে পারেন তিনি। সূত্র বলছে, বর্তমানে মিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল।
আইসিসির এই ইভেন্টে 17টি ম্যাচে অংশ নিয়ে 791 রান গড়েছেন গেইল। সেই সাথে এক ম্যাচে সর্বোচ্চ রান হিসেবে করেছেন 133। তালিকার দ্বিতীয়তে রয়েছে মাহেলা জয়াবর্ধনে। তাঁর রানের সংখ্যা 742। একই পথ ধরে চ্যাম্পিয়নস ট্রফির সর্বাধিক রান সংগ্রহকদের তালিকায় তৃতীয় স্থানে জায়গা হয়েছে শিখর ধাওয়ানের। তাঁর রান 701।
সূত্র বলছে, ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসাতে না পারলেও আগামী ম্যাচে শিখর ধাওয়ানের রেকর্ড ব্রেক করার সুযোগ রয়েছে কোহলির। জানা যাচ্ছে, রেকর্ডের দৌড়ে ধাওয়ানের থেকে মাত্র 50 রান পিছিয়ে রয়েছেন কোহলি। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, শুধুই ধাওয়ার নয়, আগামী ম্যাচগুলিতে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর রেকর্ডেও থাবা বসানোর সুযোগ রয়েছে কোহলির।
বর্তমানে গাঙ্গুলীর কীর্তি থেকে 15 রান পিছিয়ে রয়েছেন ভারতীয় তারকা। বলা বাহুল্য, এখনও পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির 15 ম্যাচের 14 ইনিংসে 651 রান গড়েছেন কোহলি। সেই হিসাবে 1টি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরিও রয়েছে জাতীয় দলের 18 নম্বর জার্সির খাতায়।
অবশ্যই পড়ুন: ডামাডোল পাকিস্তান ক্রিকেটে, চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফুটতেই বিরাট সিদ্ধান্ত PCB-র
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |