বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে বেশ কিছুটা সময় ব্যর্থতা কাটিয়ে ফের নিজের স্বপ্নের ফর্মে ফিরেছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। গত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ওয়ানডে কেরিয়ারে 14 হাজার রানের মাইল ফলক ছোঁয়ার মতো একাধিক রেকর্ড গড়েছেন কিং কোহলি। তবে এহেন একজন তারকার টি-টোয়েন্টি থেকে সরে যাওয়া একেবারেই মেনে নিতে পারেননি ভক্তরা।
অনেকে তো আবার, কোহলিকে 20 ওভারের ফরম্যাটে ফিরে যাওয়ার অনুরোধ করে বসেছেন! যদিও কোহলির বক্তব্য, স্বইচ্ছায় এবং যথেষ্ট ভেবেচিন্তে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু কেন? ঠিক কোন কারণে এত তাড়াতাড়ি টি-টোয়েন্টি কেরিয়ারে ইতি টানলেন বিরাট? সম্প্রতি এক সাক্ষাৎকার অকপট হলেন ভারতীয় মহাতারকা।
কেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বিরাট?
সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে আচমকা টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে আসেন কোহলি। এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন আপনি? উত্তরে, চমকপ্রদত্ত দিয়েছিলেন ভারতীয় মহা তারকা।
জানিয়ে রাখি বিখ্যাত স্পোর্টস অ্যাঙ্কর মায়ান্তি ল্যাঙ্গারের সাথে কথোপকথন চলাকালীন ওই পডকাস্টে বিরাট বলেন, আমার মনে হয় না আমার জন্য পরিস্থিতি কিছু বদলেছে। কোহলির বক্তব্য ছিল, আমি অনুভব করেছি যে নতুন খেলোয়াড়রা দলের যোগ দিতে প্রস্তুত।
দল চায় সময় নিয়ে নতুন খেলোয়াড়দের তৈরি করতে। আমি মনে করি, নতুন খেলোয়াড়দের কাছে সময় আছে। বিরাটের বক্তব্যে কথা স্পষ্ট যে, মূলত নতুন ক্রিকেটারদের সুযোগ দিতেই নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে গাড়ি টেনেছেন তিনি।
Virat Kohli said – “The decision to leave T20I for India was taken purely understanding that there are new sets of players who are more than ready and they need time, they need a two year cycle to evolve, handle pressure, Play in different parts of the World and Play enough games… pic.twitter.com/jYOPO2qc8Y
— Tanuj (@ImTanujSingh) May 2, 2025
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |