বোর্ডের অনুরোধে কাজ হল না! টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি

Published on:

Virat Kohli retires from Test cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বোর্ডের অনুরোধে কাজ হল না। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ভারতীয় মহা তারকা বিরাট কোহলি(Virat Kohli)। নিজের পুরনো সিদ্ধান্তে অনড় থেকে লাল বলের অধ্যায় শেষ করলেন জাতীয় দলের 18 নম্বর জার্সি। সদ্য নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অবসরের কথা জানিয়েছেন কিং কোহলি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রোহিতের সাথে পরিকল্পনা করেই কি সিদ্ধান্ত?

গত বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন রোহিত শর্মা। হিটম্যানের বড় বিদ্ধান্তের 48 ঘণ্টার মধ্যেই একই পথে হেঁটে বোর্ডকে টেস্ট থেকে অবসরের কথা জানান বিরাট। যদিও প্রাথমিকভাবে বোর্ড কর্তাদের তরফে কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করা হয়েছিল। তবে ঘন্টার ব্যবধানে শেষমেষ পুরনো সিদ্ধান্তেই অনড় থাকলেন কোহলি।

সোমবার দুপুর গড়াতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টেস্ট ক্রিকেটে ইতি টানার খবর জানিয়ে দেন বিরাট। এদিন নিজের দীর্ঘতম টেস্ট অধ্যায়ের কথা উল্লেখ করে অবসর জীবনের শেষ মুহূর্ত স্মরণ করিয়ে দেন রাজা কোহলি। তবে সতীর্থ রোহিতের অবসরের পরপরই বিরাটের এমন কড়া সিদ্ধান্তে, অনেকেই প্রশ্ন তুলছেন, রোহিতের সাথে আলোচনা করেই নাকি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। যদিও এ প্রসঙ্গে কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: ISL-র সেরা ফরোয়ার্ড ক্যাটাগরিতে বাগান তারকাদের ভিড়! তালিকায় এগিয়ে ইস্টবেঙ্গলের মাত্র এক

ইংল্যান্ড সিরিজের আগেই চাপ বাড়ল বোর্ডের

ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রাক্কালে দুই ভারতীয় মহাতারকা রোহিত ও বিরাটের একসাথে অবসর ঘোষণা, জাতীয় ক্রিকেট বোর্ডকে যে চাপে ফেলবে একথা বলাই যায়। কেননা, সাম্প্রতিক সময়ে দুই তারকাই দুরন্ত ফর্মে রয়েছেন।

ফলত, ইংলিশদের বিপক্ষে টেস্ট চলাকালীন এই দুই তারকার অনুপস্থিতিতে অভিজ্ঞতার অভাবে ভুগবে দল। যদিও রোহিতের বিকল্প অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই নাকি শুভমন গিলকে পছন্দের তালিকায় রেখেছে বোর্ড। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে ঋষভ পন্থকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group