পকেটে ঢুকবে চ্যাম্পিয়নস ট্রফি? ভারতের দু’বার বিশ্বজয়ের সঙ্গে রয়েছে যোগ, দেখুন ইতিহাস

Published on:

Virat Kohli says playing with Bangladesh in first match is very lucky for us

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের স্মৃতিচারণা করেছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। জার্সি নম্বর 18-এর মতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ থাকলে গোটা মরসুম ভাল যায় ভারতের। ওপার বাংলার দলের বিপক্ষে টিম ইন্ডিয়ার শুভারম্ভের প্রসঙ্গ স্মরণ করিয়ে 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ ও গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মরণ করেছেন বিরাট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ভাগ্য খুলেছে ভারতের?

বহু প্রতিক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের প্রথম প্রতিপক্ষ দল বাংলাদেশ। সেই মতো বৃহস্পতিবার টাইগারদের বিপক্ষে দুবাইয়ের মাঠ দখল করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, ম্যাচের ঠিক প্রাক মুহূর্তে, সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সুসময়ের কথা স্মরণ করাতে 2011 সালের একদিনের বিশ্বকাপ ও 2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতিচারণা করেন কোহলি।

ভারতীয় সুপারস্টারের কথায়, 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। ওপার বাংলার ছেলেদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সে বারের বিশ্বকাপও জিতেছিল টিম ইন্ডিয়া। পরবর্তীতে 2024 সালে টি-টোয়েন্টি ঘরানায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ভারত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সেবারেও 20 ওভারের বিশ্বকাপে জয় পেয়েছিল মেন ইন ব্লু। সংবাদমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা স্মরণ করিয়েই বিরাট বলেছেন, এর আগে দুবার বাংলাদেশের বিরুদ্ধে আমরা প্রথম ম্যাচ খেলেছি। 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ ও 2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’বারের বিশ্বকাপেই জয় হয়েছে আমাদের। ওদের বিরুদ্ধে ম্যাচ খেলে প্রতিযোগিতা শুরু করলে গোটা মরসুমটাই ভাল যায় ভারতের। এবারেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ। আশা করছি এবারও একই ঘটনা ঘটবে।

কোহলির পছন্দের টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি

আইসিসির গুরুত্বপূর্ণ ইভেন্ট তথা চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট কোহলির বিশেষ পছন্দের। কেন? সেই কারণও বাতলেছেন রোহিত সতীর্থ। 2017 সালের পর দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। এহেন আবহে আজই দুবাইয়ের মাঠে শান্ত দলের বিরুদ্ধে আক্রমণ শানাবে রোহিতের দল। ঠিক তার প্রাক মুহূর্তে পছন্দের মিনি ওয়ার্ল্ড কাপ নিয়ে মন্তব্য করেছেন কিং কোহলি।

ভারতীয় তারকা জানিয়েছেন, দীর্ঘ 8 বছর পর চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। কেননা, এখানে মূলত 8টি শক্তিশালী দল অংশগ্রহণ করে। আর সেজন্যই গোটা বছর ধরে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করার জন্য ভাল পারফরমেন্স ধরে রাখতে হয় তাদের। বহু কাঁটা ছেড়ার পর প্রথম সারির শক্তিশালী দলগুলিকে বেছে নেয় আইসিসি। ফলত টুর্নামেন্টে লড়াইটা হয় হাড্ডাহাড্ডি।

টি-টোয়েন্টির মানসিকতা নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে চান বিরাট

শেষবারের মতো 2024 সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, 1 বছর পূর্ণ হওয়ার আগেই আইসিসির গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামতে চলেছে ভারত। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, গতবার টি-টোয়েন্টি জিতেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতার জন্য দলের ওপর একটা চাপ ছিল। আমি চাইছি এবারেও টি-টোয়েন্টির সেই চাপটা নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে আসর জমাতে।

আরও পড়ুনঃ বিনামূল্যে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে চান? রইল ফ্রি চ্যানেল ও OTT-র হদিশ

কোহলি বলেন, কারনটা পরিষ্কার, মূলত প্রতিযোগিতা খুব ছোট। তাই শুরু থেকেই জিততে হবে। কোনও ভাবে একটা ম্যাচও খারাপ হলে দলের ওপর চাপ বাড়বে। তাই বিপদে পড়তে চাই না। টি-টোয়েন্টির মানসিকতা নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে চাই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group