শূন্য রানে আউট হওয়ার পরই বিরাট কোহলির নামে জুড়ল লজ্জাজনক রেকর্ড

Published:

virat kohli
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট কোহলির মর্যাদায় কালো দাগ! পছন্দের মহাতারকার নামের সাথে এবার জুড়ল লজ্জাজনক এক রেকর্ড (Virat Kohli Shameful Record)। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পরই বিরাট বুঝেছিলেন, রান না করতে পারলে সব ক্ষেত্রে সম্মানটা ধরে রাখা যায় না। এবার সেটাই হয়েছে। অজিদের বিপক্ষে খাতা না খুলেই আউট হওয়ায় কোহলির আন্তর্জাতিক কেরিয়ারে যোগ হয়েছে 39তম ডাক। পুরনো পরিসংখ্যান খতিয়ে দেখে জানা গেল, সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ভারতীয়দের তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন চিকু।

সবচেয়ে লজ্জাজনক রেকর্ডের খুব কাছে বিরাট!

না বললেই নয়, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়েছিলেন প্রাক্তন তারকা পেসার জাহির খান। তাঁর নামের সাথে জুড়ে রয়েছে 43টি শূন্য রানে আউট হয়ে যাওয়া বা ডাক পাওয়ার ঘটনা। আর সেই রেকর্ডের খুব একটা বেশি দূরে নন বিরাট কোহলি। জাহিরের পর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইশান্ত শর্মা। তাঁর ডাকের সংখ্যা 40। ইশান্তের ঠিক নিচেই রয়েছেন বিরাট কোহলি।

কোহলি ভক্তদের একটা বড় অংশের আশঙ্কা, দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেট থেকে দূরে থাকার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঠিকমতো নিজেকে মেলে ধরতে পারছেন না বিরাট। কাজেই, আগামী দিনে ওয়ানডের মঞ্চে যদি আর চারবার শূন্য রানে আউট হয়ে ফেরেন, তবে জাহির খানের সাথে লজ্জার রেকর্ডে সমতায় চলে আসবেন বিরাট কোহলি। যদি সেটা নাও হয়, কোহলি যদি আর অন্তত একবার দুবার খাতা না খুলেই আউট হয়ে যান তবে তিনি ইশান্তের লজ্জার রেকর্ড ভেঙ্গে দ্বিতীয় স্থানে উঠে আসবেন। যা সত্যিই ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে দুঃস্বপ্ন!

অবশ্যই পড়ুন: বান্ডিল বান্ডিল টাকা ভাগ করে নিচ্ছেন তৃণমূল বিধায়ক! ভিডিও ফাঁস করে আক্রমণ বিজেপির

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ডাক অর্থাৎ সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন হরভজন সিং। তিনি অবসর নেওয়ার আগে পর্যন্ত মোট 37 বার প্রতিপক্ষের বোলিংয়ের সামনে খাতা না খুলেই উইকেট হারিয়েছিলেন। শুধু তাই নয়, প্রথম পাঁচের তালিকায় একেবারে শেষে রয়েছেন ভারতীয় পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। তিনি এখনও পর্যন্ত মোট 35 বার শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join