ভারতকে শুধুমাত্র এভাবেই হারানো যাবে… পাকিস্তানের হারের পর উপায় বলে দিলেন সেহবাগ!

Published on:

Virender Sehwag On Team India He said India can lose in only one way-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারত। মাত্র 128 রানের লক্ষ্য পূরণ করেই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন সূর্যকুমার যাদবেরা। এদিকে ভারতের কাছে হারের পরই মরা কান্না জুড়েছে পাক সমর্থকদের সিংহভাগই! এমতাবস্থায়, ভারতকে হারানোর একমাত্র উপায় বলে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সৈনিক বীরেন্দ্র সেহবাগ (Virendra Sehwag On Team India)।

টিম ইন্ডিয়াকে হারানোর উপায় বলে দিলেন সেহবাগ

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের করুণ পরাজয়ের পরেই সনি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেহবাগ বললেন, এই মুহূর্তে টিম ইন্ডিয়া সর্বশক্তিশালী দল। যদি ভারতীয় দলের ছেলেরা খারাপ খেলে তবেই একমাত্র তাদের হারানো সম্ভব।

সেহবাগের কথায়, আজকের ক্রিকেটবিশ্বে ভারতীয় দল দুর্দান্ত। তারা তখনই হারবে যখন তারা খুব খারাপ পারফরমেন্স করবে। তবে এই মুহূর্তে টিম ইন্ডিয়া দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের কম্বিনেশন ভাল, ভাল ভাল ব্যাটসম্যান রয়েছে দলে, দাপুটে বোলার রয়েছে। এই দলে এমন 6-7 জন বোলার রয়েছে যারা অনবদ্য। ভারতকে হারাতে হলে অন্য দলগুলিকে প্রার্থনা করতে হবে, যেন ভারতের দিন খারাপ যায়! যদি তাদের দিন ভাল না যায়, তবেই টিম ইন্ডিয়ার পরাজয় হবে! না হলে ভারতীয় দলকে হারানো একটু কঠিন।

 

অবশ্যই পড়ুন: ভারতের উপর ৫০০ শতাংশ শুল্কের প্রস্তুতি! রাশিয়াকে রুখতে বিল ঘোষণা মার্কিন সেনেটারের

ভারত বিশ্বের সবচেয়ে সেরা দল?

এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ছেলেরা যে ফর্মে রয়েছেন, যেভাবে একের পর এক আসরে জয় পাচ্ছেন, তাতে এই মুহূর্তে ভারতীয় দল যে অন্তত ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্বে সবচেয়ে সফল সে কথা বললে খুব একটা অন্যায় হবে না। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা টিম ইন্ডিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দল বলে অভিহিত করেছেন। তাঁর মতে, টি-টোয়েন্টিতে ভারত বিশ্বসেরা! জাদেজার বক্তব্য, ভারতীয় দল এই মুহূর্তে দুর্দান্ত। শুধু একটা ম্যাচ বা টুর্নামেন্টে নয়, গত দেড় বছরে যেকোনও টুর্নামেন্টই দেখুন, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ভারত। এই মুহূর্তে বিশ্বের কোনও টি-টোয়েন্টি দল টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারবে না বলেই মনে করছেন অজয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥