মোহনবাগানের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে বিশাল কাইথ, তালিকায় একাধিক পছন্দের নাম

Published on:

Vishal Kaith is leading the race to become Mohun Bagan captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপকে পাখির চোখ করে জোর কদমে অনুশীলন সারছে প্রতিবেশী ইস্টবেঙ্গল। এদিকে মোহনবাগানের নজরে আবার দুই টুর্নামেন্ট। ডুরান্ডের পাশাপাশি AFC চ্যাম্পিয়নস লিগ টু-তে ক্ষমতা দেখাতে চায় পালতোলা নৌকা বাহিনী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেই মতোই, শক্তি বাড়িয়ে রেখেছে সবুজ মেরুন। তবে, নতুন মরসুমে বাগানকে নেতৃত্ব দেবেন কে? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সবুজ মেরুনের সমর্থকরা। তবে বর্তমান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বাগানকে নেতৃত্ব দেওয়ার দৌঁড়ে কিন্তু এগিয়ে রয়েছেন গোলকিপার বিশাল কাইথই।

বাগানের অধিনায়ক হওয়ার দৌঁড়ে বিশালের সাথে তালিকায় একাধিক নাম

শীঘ্রই ডুান্ডের প্রস্তুতি শুরু করবেন বাগান কোচ হোসে মোলিনা। সেই মতোই মঙ্গলবার শহরে পা রেখেছেন অভিষেক টেকচাম সিং। এছাড়াও গোলরক্ষক বিশাল কাইথ, লিস্টন কোলাসো, মনবীর সিং সহ অনেকেই দলে ভিড়ছেন বলেই খবর। আর এসবের মাঝেই শোনা যাচ্ছে, মোহনবাগান ব্রিগেডকে নেতৃত্ব দেওয়ার দৌঁড়ে কয়েক ধাপ এগিয়ে রয়েছেন বিশাল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওই প্রতিবেদন অনুযায়ী, ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ণশক্তির দল নামাতে চাইছেন কোচ মোলিনা। আর ঠিক তার আগেই প্রধান কোচের সিদ্ধান্তে সবুজ মেরুন বাহিনীর অধিনায়ক হয়ে উঠতে পারেন বিশাল! আপাতত সম্ভাবনার লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনিই।

তবে শুধু বিশাল নন, পালতোলা নৌকার নেতা হওয়ার দৌঁড়ে রয়েছেন ভারতীয় ফুটবল দলের তারকা মববীর এবং অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোসও। এছাড়াও অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকেও বাগানের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সূত্রের খবর, সবুজ মেরুনকে কে নেতৃত্ব দেবেন ম্যানেজমেন্টের সাথে কথা বলে তা ঠিক করবেন প্রধান কোচ মোলিনা।

অবশ্যই পড়ুন: চোট জটিল হওয়ায় চতুর্থ টেস্ট থেকে বাদ আকাশদীপ, দুঃসংবাদের মধ্যেও রয়েছে খুশির খবর

উল্লেখ্য, বুধবার থেকেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তাই দেরি না করে, আগস্টের প্রথম সপ্তাহেই বিদেশি ফুটবলারদের নিয়ে মোহনবাগানের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে কোচ হোসে মোলিনার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group