পুনের মাঠে আজ থেকে শুরু হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ (IND vs NZ 2nd Test)। কুলদীপ যাদবের জায়গায় এই ম্যাচে সুযোগ পেয়েছেন ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। সুযোগ পেয়েই মাঠ কাঁপালেন তিনি। একাই নিলেন ৭ উইকেট।
একাই নিলেন ৭ উইকেট
বেঙ্গালুরু টেস্ট ম্যাচে ৮ উইকেটে হারের পরে, ভারতীয় দল এই ম্যাচের জন্য তাদের প্লেয়িং ইলেভেনে তিনটি বড় পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়= লোকেশ রাহুলের জায়গায় প্রথম একাদশে ফিরে আসেন শুভমান গিল। এ ছাড়া আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর অনেক সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছেন। তিনি একাই এদিন নিলেন ৭ উইকেট। বাকি তিনটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিনে ২৫৯ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস।
১৩২৯ দিন পর প্রথম উইকেট পেয়েছেন
ওয়াশিংটন সুন্দর ২০২১ সালে ইংল্যান্ড দলের ভারত সফরে মার্চ মাসে তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। তার পর থেকে তিনি এই প্রথম টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন। এমন পরিস্থিতিতে পুনে টেস্ট ম্যাচে রাচিন রবীন্দ্রকে অফ স্পিন বলে বোল্ড করে ১৩২৯ দিন পর প্রথম উইকেট পেয়েছেন তিনি। রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের চতুর্থ উইকেটে বিপজ্জনক জুটি ভাঙার কাজ করেন সুন্দর। রবীন্দ্রকে ৬৫ রানের ব্যক্তিগত স্কোরে প্যাভিলিয়ন পাঠানোর সাথে সাথে সুন্দর শীঘ্রই এই ম্যাচে তার দ্বিতীয় উইকেট নিয়েছিলেন।
দুই স্পিনার নিলেন ১০ উইকেট
বেঙ্গালুরু টেস্টে হারের পর টিম ইন্ডিয়া এখন পুনে টেস্ট ম্যাচ জেতার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে, যাতে সিরিজকে সমতায় নিয়ে আসা যায়। ম্যাচ শুরু হওয়ার আগে মনে করা হয়েছিল পুনের উইকেটে বল টার্ন নেবে। সেটাই হচ্ছে। ভারতের দুই স্পিনার নিলেন ১০ উইকেট।