বিনামূল্যে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে চান? রইল ফ্রি চ্যানেল ও OTT-র হদিশ

Published on:

Watch India vs Bangladesh match live streaming absolutely free.

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 8 বছরের অপেক্ষা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। বুধবার নিউজিল্যান্ড বাহিনীর বিপক্ষে ম্যাচ দিয়ে মিনি বিশ্বকাপের ফিতে কাটবে আয়োজক পাকিস্তান। এই ম্যাচের ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের (India vs Bangladesh) ছেলেদের বিপক্ষে মাঠ দখল করবে রোহিত শর্মার দল। দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ দেখতেই মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জাতীয় দলের প্রথম ম্যাচ কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যায় তা নিয়েও চলছে চিন্তা। ভারতীয় সমর্থকদের সেই চিন্তা ও চাহিদাকে মাথায় রেখেই সম্পূর্ণ বিনামূল্যে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখার উপায় নিয়ে হাজির হয়েছে India Hood। চলুন জেনে নেওয়া যাক কীভাবে নিজের স্মার্টফোন অথবা টিভিতে কোনও বাড়তি খরচ না করে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখা যাবে।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময় | India Vs Bangladesh Match Timing |

আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশের শান্তদের বিরুদ্ধে ব্যাট-বলের লড়াইয়ে ময়দানে নামবে রোহিত শর্মারা। ভারত এবং বাংলাদেশ দুই দলই যেহেতু চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ-তে রয়েছে সেজন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সিদ্ধান্তে ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে তারা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওপার বাংলার ছেলেদের বিপক্ষে রোহিত-বিরাটদের এই হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। নির্ধারিত সময় অনুযায়ী, আগামীকাল দুপুর আড়াইটে নাগাদ গড়াবে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চাকা। বলে রাখি, ম্যাচ শুরুর ঠিক আধঘন্টা আগে অর্থাৎ দুপুর দুটোর সময় দুই দলের টস হবে। আর এই প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে দুই দলের রান তৈরির ভবিষ্যৎ।

টিভিতে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত বনাম বাংলাদেশের বৃহস্পতিবারের ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী মানুষেরা। সেক্ষেত্রে বলে রাখি, টেলিভিশনের পর্দায় সম্পূর্ণ বিনা খরচে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে হলে স্টার স্পোর্টসের চ্যানেল গুলিতে নজর রাখতে হবে। স্টার স্পোর্টসের বেশ কিছু চ্যানেলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন।

আরও পড়ুনঃ গুঁড়িয়ে যাবে শচীন, বুমরাহর রেকর্ড! বাংলাদেশের ম্যাচে এই অলৌকিক ঘটনা ঘটাবেন শামি

স্মার্টফোন থেকে কীভাবে দেখবেন?

কর্মসূত্রে বাড়িতে না থাকায় ট্রেনে-বাসে কিংবা অফিসে বসেই নিজের মুঠো ফোন থেকে ভারত বনাম বাংলাদেশের হাইভোল্টেজ ম্যাচ দেখতে পারবেন একেবারে বিনামূল্যে। কীভাবে? শান্তদের বিরুদ্ধে রোহিত বাহিনীর লড়াই নিজের স্মার্টফোনে দেখতে হলে আম্বানি সংস্থার নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar-এ (যা আগে শুধু Jio Cinema ও Disney + Hotstar ছিল) গিয়ে একেবারে বিনা খরচায় ভারত-বাংলাদেশ ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন দর্শকরা।

বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি ও আর্শদীপ সিং

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group