বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে আর কয়েক ঘণ্টার মধ্যেই মুখোমুখি হতে চলেছে ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh)। মালদ্বীপের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর মঙ্গলবার শিলংয়ের একই ময়দানে ওপার বাংলার ছেলেদের বিরুদ্ধে আক্রমণ শানাবেন সুনীল ছেত্রীরা। যেই হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতে হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারতের ফুটবলপ্রেমী মানুষজন। এখন প্রশ্ন, কোথায় একেবারে বিনামূল্যে দেখা যাবে এই দুর্ধর্ষ ম্যাচ? রইল বিস্তারিত।
মালদ্বীপ বধের রণক্ষেত্রেই ফের নামছেন ছেত্রীরা
সম্প্রতি শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল ভারতীয় ফুটবল দল। এদিন, লিস্টন কোলাসো, রাহুল ভেকে ও সুনীল ছেত্রীর গোলে বাংলাদেশকে নাকের জলে-চোখের জলে করে ভারত।
মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক পর্বের এই ম্যাচে 3-0 ব্যবধানে বড় জয় পেয়েছিল ভারত। মঙ্গলবার সেই একই ময়দানে বাংলাদেশের হামজা চৌধুরীদের বিপক্ষে মাঝমাঠের লড়াই লড়বে ভারত। বলা বাহুল্য, মালদ্বীপের বিরুদ্ধে জয়ের পর নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখেছেন ছেত্রীরা। ওপার বাংলার ছেলেদের বিপক্ষে মাঠে নামতে একেবারে প্রস্তুত সকলেই।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড খারাপ
পুরনো পরিসংখ্যানে চোখ রাখলে, কার্যত লজ্জায় পড়ে যাবে বাংলাদেশ। কেননা, আজ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচেও জয় পায়নি ওপার বাংলার ফুটবল দল। হেড টু হেড পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত 9 বার সম্মুখ সমরে উপস্থিত হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে 4টিতেই। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাকি 4 ম্যাচ ড্র হয়ে শেষ হয়েছে। মোট 8 ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশকে এক চুল জায়গাও ছাড়েনি ভারত।
মঙ্গলবারের ম্যাচ ভারতের জন্য গুরুত্বপূর্ণ
আজ ঠিক সন্ধ্যা 7 টায় শিলিংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাছাই পর্বের প্রথম গ্রুপ ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠ দখলের লড়াই লড়বে দুই এশীয় ফুটবল দল ভারত ও বাংলাদেশ। হিসেব বলছে, ভারতের জন্য এই ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এটিই AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের প্রথম ধাপ। কাজেই গ্রুপ পর্বে ভাল শুরুর জন্য এই ম্যাচে জয়টা অত্যন্ত জরুরী।
অবশ্যই পড়ুন: ১০ কোটির অফার পেয়েও প্রত্যাখ্যান, প্রিয় দল KKR-এর জন্য বিরাট ত্যাগ নাইট তারকার!
কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে হামজা বনাম সুনীল ছেত্রীদের লড়াই দেখবেন?
ভারত বনাম বাংলাদেশের আজকের হাই ভোল্টেজ ম্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে দেখতে হলে টিভির পর্দায় চোখ রাখতে হবে। কোন চ্যানেলে দেখবেন? মঙ্গলবার সন্ধ্যা 7 টায় দুই এশীয় ফুটবল দলের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে চোখ রাখুন।
এখানেই ম্যাচটি সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। তবে যদি স্মার্টফোন কিংবা ল্যাপটপে অনলাইন ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে চান, তবে সে ক্ষেত্রে JioHotstar-এ সম্পূর্ণ বিনামূল্যে আজকের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |