বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল জগতে বাবার প্রিয় ক্লাব মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে গলা ফাটানো থেকে সবই করেন তিনি। ছোট থেকে বাবার দেখানো পথেই হেঁটেছেন মেয়ে সম্পূর্ণা(Sampoorna Sinha)। পছন্দের দল চয়নের ক্ষেত্রেও কাজে এসেছে বাবার মন্ত্রই। ছোট থেকে মোহনবাগানকে সমর্থন করেন মেয়ে।
দলের প্রতি ভালবাসা এতটাই যে, ICSE-র অঙ্ক পরীক্ষার দুদিন আগে যুবভারতীতে বাগানের লিগ শিল্ড জয়ের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। সেই সম্পূর্ণা সিনহা এবার 99.6 শতাংশ নম্বর পেয়ে ICSE-তে গোটা দেশে তৃতীয় হয়েছেন।
বাবার সাথে মোহনবাগানের ম্যাচ দেখতে গিয়েছিলেন সম্পূর্ণা
পড়ুয়া জীবনের বড় পরীক্ষা ছিল সম্পূর্ণার। অঙ্ক পরীক্ষার ঠিক দুদিন আগেই মোহনবাগান বনাম ওড়িশার ম্যাচ ছিল যুবভারতীতে। দলের প্রতি ভালবাসা থেকেই কিছু মুহূর্তের জন্য পরীক্ষার কথা ভুলে গিয়ে বাবার সাথে সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সম্পূর্ণা। বাগানের হয়ে স্টেডিয়াম থেকেই গলা ফাটিয়েছিলেন তিনি।
বলা চলে ওড়িশার বিরুদ্ধে বাগানকে জিতিয়ে একেবারে লিগ শিল্ড কাঁধে করে নিয়ে এসেছিলেন মোহনবাগানের অন্যতম সমর্থক সম্পূর্ণা সিনহা! পরবর্তীতে নিয়ম মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি। ফল প্রকাশ্যে আসতেই একেবারে চক্ষু চরক গাছ হয়ে যায় মেয়ের বাবার। জানতে পারেন সম্পূর্ণা ICSE-র পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় হয়েছে। আর এরপরই একেবারে আনন্দে আত্মহারা হয়ে যান বাগান প্রিয় সুপ্রিয় সিনহা।
সম্পূর্ণাকে সংবর্ধনা দিয়েছে মোহনবাগান
সম্প্রতি মোহনবাগান ক্লাবের তরফে দেশের গর্ব তথা ICSE তে তৃতীয়া সম্পূর্ণা সিনহাকে তাঁর অসামান্য কৃতিত্বের জন্য সংবর্ধনা দিয়েছে মোহনবাগান ক্লাব। একেবারে দলের জার্সি গায়ে পড়েই ক্লাব তাঁবুতে পৌঁছেছিলেন সম্পূর্ণা ও তাঁর বাবা। এদিন সেখানেই তাঁকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান মোহনবাগানের বর্তমান সচিব দেবাশীষ দত্ত ও ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়।
পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতেন সম্পূর্ণা?
মেয়ের অসামান্য ফলাফলের পর বাবা সুপ্রিয় সিনহা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন কখনই বাঁধা ধরা নিয়ম মেনে পড়েনি মেয়ে। পরীক্ষাকে কোনও দিনই সেভাবে চাপ হিসেবে দেখেনি সম্পূর্ণা। বাবা হিসেবে তিনিও মেয়েকে কখনই পড়াশোনার জন্য চাপ দিতেন না। বরং মোহনবাগানের খেলা দেখার জন্য উৎসাহ যোগাতেন। এদিন কৃতি ছাত্রী সম্পূর্ণার বাবা সুপ্রিয় আরও বলেন, প্রত্যেক বাবা-মায়ের কাছে এটা একটা শিক্ষা। এর থেকে বোঝা যায়, খেলা থেকে অনেক কিছু শেখার আছে।
অবশ্যই পড়ুন: বিহার ছাড়ছেন বৈভব সূর্যবংশী? পাকাপাকিভাবে আসছেন বাংলায়! IPL-র মাঝেই বড় খবর
সম্পূর্ণার ভবিষ্যৎ পরিকল্পনা
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেল, মোহনবাগানের অন্যতম সমর্থক তথা ICSE তে দেশের মধ্যে তৃতীয়া সম্পূর্ণা সিনহা ভবিষ্যতে চিকিৎসা বা ক্রীড়া মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চান। আগামীতে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি মোহনবাগানের সমর্থক হয়েই কাটিয়ে দিতে চান সুপ্রিয় সিনহার যোগ্য সন্তান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |