সাবধান! ভারতের এই দুর্বল জায়গায় সজোরে আঘাত হানবে কিউরা, বিগড়ে দেবে খেল

Published:

Updated:

Weakness Of Team India exposed before the final
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিউইদের বিরুদ্ধে ফাইনালের প্রাক্কালে প্রকাশ্যে টিম ইন্ডিয়ার (Team India) দুর্বলতা! সূত্র বলছে, মেন ইন ব্লু-র আলগা হয়ে যাওয়া ক্ষতস্থানে এবার জোরালো আঘাত হানতে পারে নিউজিল্যান্ড! আর তা যদি হয়, সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফির প্রধান মঞ্চে বিরাট ধাক্কা খাবে ভারতীয় দল। কেন এমন প্রসঙ্গ? খোঁজ নিয়ে জানা গেল, জাতীয় দলের ছেলেদের বেশ কিছু দুর্বলতা ফাইনালের আগে চিন্তা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

প্রকাশ্যে অধিনায়ক রোহিত শর্মার দুর্বলতা!

প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট ভারতীয় দলের চিন্তা আরও বাড়িয়েছে। মূলত চলতি মিনি বিশ্বকাপে সেভাবে ছন্দে নেই অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফির শুভারম্ভের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 41 রান করেই নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন শর্মা। এরপর গ্রুপ পর্বের ম্যাচ থেকে শুরু করে সেমিফাইনাল সবেতেই ভারত অপরাজেয় থাকলেও নজর কাড়েনি রোহিত শর্মার ব্যাটিং।

ওয়াকিবহাল মহল মনে করছেন, রোহিতের এহেন ফর্ম নিউজিল্যান্ডের কাছে ভারতকে আরও কিছুটা দুর্বল করে দিল। বলে রাখি, গোটা মরসুমে রোহিতের রান করার খিদে ছিল ঠিকই তবে সঠিক সময়ে সেই চাহিদা পূরণ করতে পারেননি তিনি। এখন দেখার ফাইনালের মঞ্চে শর্মা নিজের ব্যর্থতার পরিধি কমাতে পারেন কিনা।

পান্ডিয়ার চোটে দুর্বল ভারত!

চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় পেস আক্রমণের যাবতীয় দায়-দায়িত্ব গিয়ে পড়েছে তারকা পেসার মহম্মদ শামির কাঁধে। এ মরসুমে দুর্দান্ত ছন্দেও রয়েছেন তিনি। তবে রিপোর্ট বলছে, মিনি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচেই নিজের ব্যাটিং ও বোলিং আক্রমণ দেখিয়ে নজর কেড়েছেন পান্ডিয়া।

সে ক্ষেত্রে বলা যায়, পেস আক্রমণের ক্ষেত্রেও শামির চেয়ে হার্দিকের ওপরই বেশি ভরসা করছে রোহিত শর্মার ভারত। এমতাবস্থায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারতীয় তারকাকে পায়ের সমস্যায় ভুগতে দেখা গিয়েছিল। যার জেরে খেলোয়াড়ের চোট নিয়ে তৈরি হয় আশঙ্কা। অনেকেই মনে করছেন, পায়ে যন্ত্রণা থাকায় সম্ভবত ফাইনালে খেলা হবে না পান্ডিয়ার। সূত্রের দাবি, এই ঘটনা যদি বাস্তবায়িত হয় অর্থাৎ ফাইনালে যদি হার্দিককে না পাওয়া যায় সে ক্ষেত্রে ভারতের দুর্দশার অন্ত থাকবে না!

অবশ্যই পড়ুন: দুই দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে টিম ইন্ডিয়া, প্রকাশ্যে এল সূচি

উল্লেখ্য, সেমিফাইনালে অজিদের বিপক্ষে পায়ের সমস্যা নিয়ে ভুগছিলেন হার্দিক। যার জেরে ফাইনালে খেলোয়াড়ের উপস্থিতি একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সদ্য সামনে আসা বেশ কিছু রিপোর্ট বলছে, আপাতত সুস্থ আছেন হার্দিক। রবিবারের ম্যাচে তাঁকে নিয়েই কিউইদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মেন ইন ব্লু।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join