বিক্রম ব্যানার্জী, কলকাতা: না ফেরার দেশে প্রাক্তন বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ তারকা বার্নার্ড জুলিয়ান (Bernard Julien Death)। জানা যাচ্ছে, ত্রিনিদাদের উত্তরাঞ্চলীয় ভালসাইন শহরেই মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর। ত্রিনিদাদ গার্ডিয়ান সংবাদমাধ্যমের পৃষ্ঠায় সেই খবর প্রকাশিত হয়েছে। না বললেই নয়, 1975 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন বার্নার্ড।
1975 সালের বিশ্বকাপে স্মরণীয় ক্রিকেট খেলেছিলেন বার্নার্ড
1975 সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে দাপুটে বোলিং করেছিলেন জুলিয়ান। সেবার প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে 20 রান খরচ করে 4টি গুরুত্বপূর্ণ উইকেট তোলেন তিনি। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 27 রানে 4 উইকেট ভাঙেন বার্নার্ড। এখানেই শেষ নয়, বিশ্বকাপ ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে 37 বলে 26 রানের ইতিবাচক ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ধুরন্ধর অলরাউন্ডার। সেই সূত্রেই 17 রানে ওয়ার্ল্ড কাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
বার্নার্ড এর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক
সদ্য ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তির মৃত্যুর খবর পেয়েছেন দলটির প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড। বার্নার্ড এর প্রশংসা করতে গিয়ে তিনি পুরনো কথা স্মরণ করে বলেন, ‘তিনি যে ম্যাচেই খেলতেন তাতে 100 শতাংশ দিতেন। ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই ব্যাপক আত্মবিশ্বাসী খেলোয়াড় ছিলেন তিনি। প্রত্যেক ম্যাচে নিজের অবদান রাখতেন। তিনি ছিলেন একজন মহান ক্রিকেটার।’ জুলিয়ানের টেস্ট কেরিয়ার ও স্মরণীয় হয়ে আছে। তিনি 1973 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে 121 রানের একটি ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন। পরের বছরই তিনি ওই একই দলের বিপক্ষে 5 উইকেট নেন। সে প্রসঙ্গেই লয়েড বলেন, ‘আমরা সবাই তাঁকে খুব শ্রদ্ধা করি। তিনি একজন মজার ও বন্ধুত্বসুলভ মানুষ ছিলেন।’
আন্তর্জাতিক ক্রিকেটে জুলিয়ানের অবদান
ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের আগে পর্যন্ত 24টি টেস্ট এবং 12টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন জুলিয়ান। এর মধ্যে টেস্টে তার মোট রানের সংখ্যা 866। পাশাপাশি 12টি ওয়ানডে ম্যাচ খেলে রান করেছেন 86। এছাড়াও দুই সংস্করণ মিলিয়ে নিজের ক্রিকেট কেরিয়ারে মোট 68টি উইকেট তুলেছেন বার্নার্ড। শেষ পর্যন্ত, 1982-83 সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানেন জুলিয়ান।
অবশ্যই পড়ুন: পাকিস্তানকে উড়িয়েই মহিলা বিশ্বকাপের পয়েন্ট তালিকায় বিরাট উত্থান ভারতের
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি 1970 থেকে 1977 সাল পর্যন্ত ইংল্যান্ড কাউন্টি টিম কেন্টেরের হয়েও মাঠ কাঁপিয়েছিলেন জুলিয়ান। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটেও তাঁর রেকর্ড চোখে পড়ার মতো। ফাস্ট ক্লাস ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেট মিলিয়ে জুলিয়ানের রানের সংখ্যা 7,240। পাশাপাশি দুই আসর মিলিয়ে ভেঙেছেন 636টি উইকেট। গত 4 অক্টোবর, এহেন একজন মহান তারকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা ওয়েস্ট ইন্ডিজ!