ভয় ধরাচ্ছে জামশেদপুরের রক্ষণ! সেমির আগে প্রতিপক্ষ নিয়ে সুর নরম বাগান কোচের

Published on:

What did Molina say before entering the second semi-final against Jamshedpur FC?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বৃহস্পতিবার ইস্পাত নগরীতে হারের বদলা ঘরের মাঠকে কাজে লাগিয়ে তুলতে চাইছে মোহনবাগান। সোমবার চেনা শত্রু জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ কয়েক দফা হুঙ্কার ছেড়েছে বাগান। আর তাতেই বোঝা যাচ্ছে, অন্যান্য সময়ের মতো আজও সেমির মঞ্চে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কোচ হোসে মোলিনার দল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এহেন আবহে, দুই দলের অবস্থান কী, প্রথম ম্যাচে জয় তুলে দ্বিতীয় লেগেও কি সাফল্যের ধারা অব্যাহত রাখবে জামশেদপুর? নাকি ঘরের মাঠে মাথায় হাত বুলিয়ে খালিদ জামিলের ছেলেদের শায়েস্তা করবে বাগান? চলুন জেনে নিই ঠিক কী বলছেন দুই দলের পথপ্রদর্শকরা(কোচ)।

বাগান কোচ মোলিনার বক্তব্য

ইন্ডিয়ান সুপার লিগের 2024-25 মরসুমের অন্যতম সেরা দল হয়ে উঠেছে মোহনবাগান। তবে গত বৃহস্পতিবার অ্যাওয়ে সেমিতে নামার আগে কোচ মোলিনা এক প্রকার আত্মবিশ্বাসী সুরে বলেছিলেন, জামশেদপুরের উচিত আমাদের ভয় পাওয়া, আমরা মোহনবাগান। কিন্তু বাগান কোচের হাঙ্কারের পরই DRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে পরাজয়ে দেখে বাগান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এখন প্রশ্ন, দ্বিতীয় সেমির আগে কোন অবস্থানে মোলিনা? এ প্রসঙ্গে বাগান কোচ জানান, আমরা আমাদের সেরাটা দিয়েছি। জামশেদপুর এমন একটা দল, যাদের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী। কাজেই ওদের বিরুদ্ধে গোল করতে হলে আমাদের যে খাঁটনিটা একটু বেশি হবে এ কথা আলাদা করে বলার দরকার নেই। তবে আশা করছি, এই ম্যাচটা জেতার জন্য আমরা দলের সঠিক ভারসাম্য খুঁজে পাব।

কী জানালেন কোচ খালিদ জামিল?

গত সেমিফাইনালের সফল দল জামশেদপুরের কোচ জামিল ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আমরা সেরা দলের বিরুদ্ধে খেলতে নামছি। ওরা ইতিমধ্যেই চ্যাম্পিয়নের খেতাব জিতেছে। লিগশিল্ড নিশ্চিত করেছে। তবে আমাদের শক্তিশালী হিসেবেই মাঠে নামতে হবে। দলের ছেলেদের ওপর বিশ্বাস আছে। মোদ্দা কথা, পজিটিভ ভাইভ নিয়েই এই ম্যাচটা খেলতে হবে।

অবশ্যই পড়ুন: জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না ভারতীয় বংশোদ্ভুতরা! নেপথ্যে কোন কারণ? দেখে নিন

সোমবার, জামশেদপুরের আশুতোষ মেহতা, মিডফিল্ডার মোবাশির রহমান ও স্টিফেন এজে যুবভারতীতে খেলতে পারবেন না। এ প্রসঙ্গে জামিল জানান, আমরা এই ম্যাচে ওদের মিস করব। ওরা আসলে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খুঁটি। তবে চোট, সাসপেনশন এসব খেলারই অংশ। ওদের পরিবর্তে মাঠে যাঁরা নামবে তাঁরাও দলের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group