বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাঙবে উইনিং কম্বিনেশন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জয়ী দল নিয়ে লর্ডসের ময়দানে নামছে না ভারত! একাধিক সূত্র অনুযায়ী, ইংলিশ বাহিনীর বিরুদ্ধে তৃতীয় টেস্ট যথেষ্ট কঠিন হতে চলেছে, এ কথা বুঝতে পেরেই এবার তৃতীয় আসরে বাঘা খেলোয়াড়দের নামাবে ম্যানেজমেন্ট। আসলে, চলতি টেস্টের প্রথম দুটিতে একটি করে জয়ের পর দুই দলই সমতায় রয়েছে।
ফলত, স্বাভাবিকভাবেই তৃতীয় টেস্টটি দু পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে সদ্য ভারতের কাছে ধাক্কা খেতেই দাপুটে বোলার গ্যাস অ্যাটকিনসনকে দলে নিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কাজেই বোঝাই যাচ্ছে, তৃতীয় টেস্টে এক চুলও জায়গা ছাড়বে না ইংল্যান্ড। আসলে সে কথা বুঝেই এবার, তৃতীয় টেস্টের একাদশে বড় বদল আনতে চলেছেন অধিনায়ক শুভমন।
বাদ পড়বেন বড় তারকা
দীর্ঘ 8 বছর পেরিয়ে শেষমেষ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হয়েছে ভারতীয় ক্রিকেটার করুণ নায়ারের। তবে বিগত ম্যাচগুলিতে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নায়ার। কিন্তু তা সত্ত্বেও মিলেছে সুযোগ! তবে সূত্র বলছে এবার আর ব্যর্থতা সহ্য করবে না ভারতীয় ম্যানেজমেন্ট। কেননা, তৃতীয় টেস্ট হাত ফসকে গেলে চাপ অনেকটাই বাড়বে। আর সেই কারণেই এবার, নায়ারের বদলে জায়গা হতে পারে বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরণের, আপাতত এমনটাই সূত্রের দাবি।
এন্ট্রি হচ্ছে পেস বিভাগের মূল স্তম্ভের
মূলত ওয়ার্ক লোডের কারণেই দ্বিতীয় টেস্টে বিশ্রামে রাখা হয়েছিল ভারতীয় পেস বিভাগের প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরাহকে। এ প্রসঙ্গে অনেক আগেই মুখ খুলে ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। গুরু গম্ভীর জানিয়েছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের প্রতিটিতে খেলতে পারবেন না বুমরাহ। তবে ফের কোন টেস্টে নামবেন সে কথাও স্পষ্ট করেননি টিম ইন্ডিয়ার হেড স্যার। তবে সম্প্রতি অধিনায়ক শুভমন আভাস দিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই নামানো হবে বুমরাহকে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, হয়তো প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিয়ে তাঁর জায়গায় নামানো হতে পারে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলারকে।
আর কোন বদল আসবে একাদশে?
সূত্রের যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে করুণ নায়ার ও প্রসিদ্ধ কৃষ্ণা ছাড়া আর সে অর্থে কারও বাদ পড়ার সম্ভাবনা নেই। কেননা, ইংলিশদের বিরুদ্ধে বিগত টেস্ট ম্যাচগুলিতে ভারতের ব্যাটিং অর্ডার খুব একটা সমস্যার মুখে পড়েনি। তবে সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে, তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং অর্ডারে করুণ নায়ারের বাদ পড়া ছাড়া বিশেষ কিছু বদল আসবে না। পাশাপাশি বোলিং বিভাগে প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দিয়ে বুমরাহর এন্ট্রি ছাড়া আর কোনও বদল হবে না বলেই খবর।
অবশ্যই পড়ুন: ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে উপস্থিত থাকবেন বিরাট কোহলি! নেপথ্যে ৪ বড় কারণ
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |