ব্যাটিং অর্ডার থেকে দলে পরিবর্তন, রাজস্থানের ম্যাচে কেমন হবে KKR-র প্রথম একাদশ?

Published on:

What kind of Playing XI can KKR field against RR?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম আসরেই পরাস্ত হয়েছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাই আসন্ন ম্যাচের আগে বিশেষ সতর্ক দল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 26 মার্চের ম্যাচের আগেই দলে একাধিক রদবদল আসতে পারে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

সেই আভাসও শনিবার ম্যাচ শেষেই দিয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। সেই সাথে দলের তরুণ ফিনিশার রিঙ্কু সিংকেও নতুন অবতারে দেখা যেতে পারে, এমন ইঙ্গিত দিতেও বাকি রাখেননি রাহানে। অধিনায়ক বলেছিলেন, খুব শীঘ্রই রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে এগিয়ে নিয়ে আসার জন্য দলের সাথে আলোচনা চলছে। আর এহেন মন্তব্যের পরই, প্রশ্ন উঠছে, তাহলে বুধবারের ম্যাচে কোন একাদশ নিয়ে নামবে নাইটরা?

রিঙ্কুর পদোন্নতি হতে চলেছে

গত মরসুমে প্রিয় দলের হয়ে সেভাবে কিছুই করে দেখাতে পারেননি শাহরুখের প্রিয় পাত্র রিঙ্কু। সুযোগ রয়েছে, এ মরসুমে। তবে শনিবারের ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে একেবারেই জ্বলে উঠতে পারেননি তিনি। আর সেজন্যই, খেলোয়াড়ের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই, সম্ভবত আগামী ম্যাচে তাঁকে প্রথম দিকে নামানো হতে পারে।

যদিও এ প্রসঙ্গে, শনিবারের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইটদের সেনাপতি রাহানে বলেন, রিঙ্কু খুব ভাল ক্রিকেটার। জাতীয় দলে তো বটেই, কলকাতাতেও ওর গুরুত্ব রয়েছে। ম্যানেজমেন্টের সাথে আলোচনা চলছে যাতে ওকে আগে নামানো যায়। এদিন RCB-র বিরুদ্ধে বেশ কিছু ভুল ত্রুটি নিয়েও কথা বলতে শোনা গিয়েছিল রাহানেকে।

ক্যামেরার মুখোমুখি হয়ে রাহানে বলেন, ডেথ ওভারে আমাদের ভুল হয়েছে। মিডিল অর্ডারে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। আসলে 13 ওভারের পর থেকেই খেলা ঘুরে গিয়েছিল। পরবর্তীতে মিডল অর্ডারে যাঁরা ব্যাট করতে নেমেছিলেন, চেয়েও ভাল পারফর্ম করতে পারেননি।

তবে বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছি। একটা ম্যাচে ভুল হতেই পারে। এদিন মূলত ব্যাটিং অর্ডারে রিঙ্কুর অবস্থানের ওপর জোর দিয়েছিলেন রাহানে। খেলোয়াড় বলেছিলেন, রিঙ্কুকে কীভাবে আগে ব্যাট করতে নামানো যায় তা নিয়ে দলের সাথে কথাবার্তা চলছে।

অবশ্যই পড়ুন: ফের মোহনবাগানের কাছে পরাস্ত ইস্টবেঙ্গল, ডার্বি জিতে ট্রফি কাঁধে তুলল সবুজ মেরুন

বুধবার RR-এর বিপক্ষে কেমন একাদশ সাজাতে পারে KKR?

সুনীল নারিন, কুইন্টন ডিক’ক/ রহমানউল্লাহ গুরুবাজ (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সার জনসন/ এনরিখ নরকিয়া ও বরুণ চক্রবর্তী

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥