Indiahood-nabobarsho

সম্মান বাঁচাতে নতুন চমক KKR-র! বড় তারকাকে বাদ দিয়ে কেমন একাদশ নামাচ্ছেন রাহানে?

Published on:

What kind of playing XI will KKR field against GT?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো নববর্ষের বৈশাখী সন্ধ্যায় পাঞ্জাবের ঘরের মাঠে লজ্জা বেড়েছিল কলকাতা নাইট রাইডার্সের(KKR)। ম্যাচ শেষেই পুরনো দল KKR-কে গুঁড়িয়ে সাফল্যের রেসিপি শেয়ার করেছিলেন PBKS অধিনায়ক শ্রেয়স আইয়ার। পুরনো সঙ্গীর হিসেব মেটানোর লড়াইয়ে একেবারে ডাহা ফেল করেছে অজিঙ্কা রাহানে বাহিনী। এমতবস্থায়, 7 ম্যাচের মাত্র 3টিতে জিতে ক্রমশ জটিল হচ্ছে প্লে অফের সমীকরণ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তাই সোমবার গুজরাতের বিপক্ষে একেবারে জীবন বাজি রেখে লড়বে নাইটরা। শুভমন গিলদের ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে দূর্গ হয়ে দাঁড়াতে জোর কদমে চলছে সেই প্রস্তুতি। এহেন আবহে কানে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, আগামীকাল হোম গ্রাউন্ডে প্রতিপক্ষকে শায়েস্তা করতে দলে বড়সড় বদল আনবে ডিফেনডিং চ্যাম্পিয়নরা। নতুন করে যাতে আর লজ্জা না বাড়ে, সেজন্য তৈরি হচ্ছে নীল নকশা।

বাদ পড়তে পারেন ম্যাচ জয়ী খেলোয়াড়!

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের ম্যাচ ছাড়া আর কোনও আসরেই সেভাবে নিজের জাত চেনাতে পারেননি প্রোটিয়া তারকা কুইন্টন ডিক’ক। সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে 97 রানের ইনিংসের পর যেন হাওয়ায় উবে গিয়েছে ডিককের ফর্ম। পরের 5 ম্যাচে তাঁর ব্যাট ঘুরে রান এসেছে মাত্র 42। এমন পরিস্থিতিতে, বিশেষজ্ঞ মহলের দাবি খুব সম্ভবত গুজরাতের শক্তিশালী বোলিং বিভাগকে টেক্কা দিতে আগামীকাল বাদ পড়তে পারেন এই দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শোনা যাচ্ছে, ডিক’কের বদলি হিসেবে সোমবারের ম্যাচে জায়গা হতে পারে স্কোয়াডে থাকা আফগান উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের। সূত্রে যা খবর, সোমবাসরীয় ম্যাচে সুনীল নারিনের সাথে ওপেনিং জুটি বাঁধতে পারেন তিনি। গুরবাজ যে আগামীকাল খেলতে পারেন সেই সম্ভাবনাটা পরিষ্কার হয়ে গিয়েছিল কলকাতার শনিবারের অনুশীলনেই। এদিন আচমকা সুনীল নারিনদের পর 3 নম্বরে প্র্যাকটিস করতে আসেন গুরবাজ। আর তাতেই আগামীকালের ছবিটা কার্যত পরিষ্কার।

মিডিল অর্ডারে বদল আসবে?

বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, গুজরাতের বিরুদ্ধে মিডিল অর্ডারে বিশেষ বদল আনবে না কলকাতা। তবে রিঙ্কু সিংকে গত দিনের মতো ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে। সেই সাথে, এগিয়ে আনা হতে পারে রমণদীপ সিংকেও। এছাড়া, কলকাতার ব্যাটিং অর্ডারে খুব একটা বদল আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বোলিং বিভাগ

অলরাউন্ডার হিসেবে সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা তো রয়েছেনই, সেই সাথে পাঞ্জাবের ম্যাচে নাইট জার্সি গায়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়াকে আগামীকালের ম্যাচেও জায়গা দিতে পারে KKR। এছাড়ও বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা দায়িত্বে বহাল থাকতে পারেন।

অবশ্যই পড়ুন: ১ মে থেকে বন্ধ ডিম, মাংস উৎপাদন! দেশজুড়ে পোল্ট্রি শিল্পে ভয়াবহ সংকট

গুজরাতের বিরুদ্ধে KKR-র সম্ভাব্য একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে মঈন আলিকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group