ওপেনিংয়ে বদল, দলে সবথেকে বড় পরিবর্তন! LSG-র বিরুদ্ধে কেমন হবে KKR-র একাদশ?

Published on:

What kind of playing XI will KKR field against LSG? Check

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বইয়ের টোপ হয়েও ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বৃহস্পতিবার হোম গ্রাউন্ডকে কাজে লাগিয়ে একেবারে তান্ডব দেখিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিন ইডেনের 22 গজে SRH-কে মাত দিয়ে পয়েন্ট টেবিলের চেহারা বদলে ফেলেছিল শাহরুখ খানের দল। হিসেব বলছে, লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে বিতর্কিত ম্যাচে একই ছন্দে জ্বলে উঠতে পারে রাহানের দল। তাহলে কি উইনিং কম্বিনেশন নিয়েই ঘরের মাঠে আক্রমণ শনাবে KKR? প্রশ্নটা নাইট ভক্তদের।

বদলে যাবে জয়ী একাদশ?

বৃহস্পতিবার ঘরের মাঠে জয়ে ফিরেছে কলকাতা। তাই আসন্ন ম্যাচে একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে নাইট বাহিনী। কিন্তু সেক্ষেত্রেও ম্যাচ গড়াবে ঘরের মাঠে, কাজেই প্রশ্ন উঠছে LSG-র বিরুদ্ধে মহারণ নিয়ে কি কোনও বাড়তি পরিকল্পনা করছে নাইট রাইডার্স?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এখনও পর্যন্ত KKR-র তরফে এ প্রসঙ্গে কোনও রকম তথ্য মেলেনি। তবে বেশ কয়েকটি সূত্র যা বলছে, তাতে আগামী 8 এপ্রিল, মঙ্গলবারের ম্যাচে উইনিং কম্বিনেশন বদলে ফেলতে পারে KKR। সেক্ষেত্রে কারা বাদ পড়বেন?

বাদ পড়তে পারেন প্রোটিয়া তারকা!

এ মরসুমে সেভাবে জ্বলে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডিক’ক। কলকাতার জার্সি গায়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টিকে থেকে 61 বলে 97 রানের অপরাজিত ইনিংস খেললেও বাকি ম্যাচগুলিতে ডাহা ফেল করেছেন ডিক’ক। শেষবারের মতো নিজাম বধের ম্যাচেও এক ফোঁটা জায়গা করে উঠতে পারেননি তিনি।

আর সেই ব্যর্থতাকে মাথায় রেখেই আগামী ম্যাচ অর্থাৎ লখনউয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ মহারণে তাঁকে বিশ্রামে রাখতে পারে নাইট ম্যানেজমেন্ট। সূত্র বলছে, LSG-র বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে, ডিক’ককে বসিয়ে স্কোয়াডে থাকা আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজকে দলে টানতে পারেন রাহানে।

নরকিয়া কি খেলবেন?

বর্তমানে নাইট ভক্তদের তালিকায় বারংবার যে প্রশ্নে দাগ পড়ছে তা হল, দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়াকে আর কবে মাঠে নামাবে KKR? বেশ কয়েকটি সূত্র বলছে, সদ্য চোট থেকে ওঠায় তাঁকে নিয়ে এখনই বড় কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না নাইট ম্যানেজমেন্ট।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই নাইট জার্সি গায়ে তুলবেন প্রোটিয়া তারকা। সেক্ষেত্রে আসন্ন মঙ্গলবারের ম্যাচে যদি নরকিয়াকে কলকাতার হয়ে মাঠে দেখা যায়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

অবশ্যই পড়ুন: বিপুল গাঁজাসহ গ্রেফতার KKR তারকার প্রাক্তন সতীর্থ

লখনউয়ের বিরুদ্ধে KKR-র সম্ভাব্য একাদশ

রহমানউল্লাহ গুরবাজ/ কুইন্টন ডিক’ক(উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মঈন আলি, রমণদীপ সিং, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব অরোরাকেই রাখতে পারে KKR।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group