ভাঙবে উইনিং কম্বিনেশন, মুম্বইয়ে বিরুদ্ধে দলে দুটি বদল! কেমন হবে KKR-র একাদশ?

Published on:

What kind of playing XI will KKR field against MI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরাজয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের চেনা ছন্দে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম আসরে হারের কারণ খুঁজে তা দ্রুত শুধরে নিয়েছে অজিঙ্কা রাহানের দল।

এমতাবস্থায়, মার্চের একেবারে অন্তিম লগ্নে চেনা প্রতিদ্বন্ধী মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে নাইটরা। আর সেই হাইভোল্টেজ ম্যাচের আগেই দলে নেই বিশ্বস্ত অলরাউন্ডার সুনীল নারিন। যদিও মেডিকেল টিম জানিয়েছে, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি। এহেন আবহে প্রশ্ন উঠছে, তাহলে কি উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে KKR? নাকি বদল আসবে জয়ী দলে?

একাদশে জায়গা হতে পারে তাবড় পেসারের

এতদিন তাঁর জন্যই অপেক্ষা করছিলেন নাইট ভক্তরা! চোট কাটিয়ে দলে ফিরেছেন বহু আগেই। কলকাতার হয়ে হোম গ্রাউন্ডে প্র্যাকটিসও সেরে ফেলেছেন তিনি। তবে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম আসরে দেখা মেলেনি তাঁর। প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়ার বদলে বল হাতে মাঠে নেমেছিলেন স্পেনসার জনসন।

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও মাঠে দেখা যায়নি তাঁকে। এহেন আবহে প্রশ্ন উঠছে, আর কবে মাঠে নামবেন তিনি? সূত্রের খবর, সবে মাত্র গুরুতর চোট কাটিয়ে ওঠায়, প্রথম দুই ম্যাচে তাঁকে মাঠে নামায়নি নাইট ম্যানেজমেন্ট। বেশ কিছু সূত্র দাবি করছে, 31 মার্চ, মুম্বাইয়ের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়াকে একাদশে জায়গা দিতে পারে KKR। যদিও এ বিষয়ে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের তরফে কিছুই জানানো হয়নি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

মুম্বইয়ের ম্যাচে খেলবেন নারিন?

মূলত শারীরিক অসুস্থতার কারণে রাজস্থান রয়্যালসের ম্যাচে গুয়াহাটির ময়দানে পা পড়েনি ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনের। কলকাতা নাইট রাইডার্সের তরফেও খেলোয়াড়ের শারীরিক অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানানো হয়নি। তবে বেশ কিছু সূত্র বলছে, আপাতত নাইট তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে বর্তমানে তিনি মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই চিকিৎসক দলের পক্ষ থেকে ছাড়পত্র পেলেই মাঠে নামবেন তিনি। বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন দাবি করছে, সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাঁকে KKR-এর হয়ে খেলতে দেখা যাবে।

অবশ্যই পড়ুন: IPL 2025-এ একাধিক চমক! ঈশানের অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিল পুরান, কে পেল বেগুনি টুপি?

মুম্বইয়ের বিরুদ্ধে KKR-এর সম্ভাব্য একাদশ

সুনীল নারিন/মঈন আলি, কুইন্টন ডি ক’ক (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে(অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, এনরিখ নরকিয়া/স্পেন্সার জনসন, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী প্লেয়ার। বৈভব আরোরাকে ইমপেক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥