দলে ফিরবেন তুরুপের তাস, বাদ একাধিক তারকা! RR-র বিরুদ্ধে কেমন হবে KKR-র একাদশ?

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অক্ষর প্যাটেলের দল DC-কে টোপ বানিয়ে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এ ম্যাচে একাধিক নাটকীয় মুহূর্ত উপভোগ করেছেন দর্শকরা। আচমকা নাইট সেনাপতি অজিঙ্কা রাহানের চোট, মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া এবং তারপর সুনীল নারিনের কাঁধে KKR-র নেতৃত্ব।

সব মিলিয়ে, শেষ পর্যন্ত নাইটের চওড়া হাসি দেখার সৌভাগ্য হয়েছিল সমর্থকদের। তবে শেষ ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় ছন্দে ফিরতে পারেনি নাইটরা। সেই সাথেই প্লে অফের কঠিন সমীকরণ কঠিনই থেকে গেছে। ফলত, আসন্ন ম্যাচ গুলিতে জয় নিশ্চিত করে প্লে অফে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখাই এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যে রবিবার প্রথম প্রতিপক্ষ হতে চলেছে রাজস্থান রয়্যালস।

যদিও গত ম্যাচে RR বাহিনীকে হারিয়ে ছন্দে ফিরেছিল KKR। তবে রবিবার ঘরের মাঠে কি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে? ধন্দে রয়েছেন অনেকেই। তবে আগামীকাল কলকাতা যে রাজস্থানকে একেবারে হালকাভাবে নেবেনা সেকথা এক প্রকার নিশ্চিত। আর সেই সূত্র ধরেই বদলে যেতে পারে নাইটদের উইনিং কম্বিনেশন। কেমন হবে একাদশ? দেখে নিন।

দলে ফিরতে পারেন দুই তাবড় তারকা

বিগত তিন ম্যাচে প্রোটিয়া তারকা কুইন্টন ডিক’ককে বিশ্রামে পাঠিয়ে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজকে একাদশে জায়গা দিয়েছিল কলকাতা। তবে গুজরাতের ম্যাচ থেকে শুরু করে দিল্লির বিরুদ্ধে জয়ের ম্যাচে সেভাবে ঝলক দেখাতে পারেননি তিনি।

মনে করা হচ্ছে, রাজস্থানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে আগামীকাল গুরুবাজকে বাদ দিয়ে ফের কুইন্টন ডিক’ককে দলে টানতে পারে নাইট ম্যানেজমেন্ট। একইভাবে, গত 26 মার্চের ম্যাচ জয়ী তারকা অলরাউন্ডার মঈন আলিকে রবিবারের প্রথম একাদশে জায়গা দিতে পারে শাহরুখ খানের দল। তবে ওপেনিং জুটি হিসেবে আগামীকাল ইডেনের মাঠ নামবেন ডিক’ক ও সুনীল নারিন।

বাদ পড়বেন ভেঙ্কটেশ?

কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটশ আইয়ারের সাম্প্রতিক ব্যর্থতা একেবারেই ভাল নজরে নিচ্ছেন না নাইট ভক্তরা। দলের খারাপ সময়ে তাঁকে বসিয়ে বিকল্প কাউকে খেলানোর দাবি তুলেছেন অনেকেই। কেউ কেউ আবার আন্দ্রে রাসেলের মতোই ভেঙ্কটেশ আইয়ারকে বাদ দেওয়ার জিগির তুলেছেন। এমতাবস্থায়, দল কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়েই বসেছিলেন KKR সমর্থকরা

ইতিমধ্যেই সেই অপেক্ষা শেষ হয়েছে। সম্প্রতি অধিনায়ক অজিঙ্কা রাহানে জানিয়েছেন, ভেঙ্কটেশ ধীরে ধীরে ছন্দে ফিরবে। তিনি আশাবাদী, আগামী ম্যাচ থেকে রান পাবেন ভেঙ্কি। কাজেই অধিনায়ক রাহানের এমন বক্তব্যের পর রাজস্থানের ম্যাচে ভেঙ্কটেশের জায়গা একেবারে পাকা বলা যায়।

দলে ফিরতে পারেন তুরুপেস তাস

বেশ কয়েকটি সূত্র যা জানাচ্ছে, আগামীকাল রাজস্থানের বিপক্ষে বিপদ এড়াতে অনুকূল রায়কে সরিয়ে খুব সম্ভবত প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়াকে প্রথম একাদশে নিয়ে আসতে পারে KKR। সেক্ষেত্রে কলকাতার পেস বিভাগ যে অতিরিক্ত শক্তি পাবে সে কথা বলাই যায়। নরকিয়া ছাড়া বোলিং বিভাগে খুব একটা বদল আসবে না বলেই মনে করছেন অনেকেই।

রবির ম্যাচে কলকাতাকে নেতৃত্ব দেবেন কে?

দিল্লির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আচমকা আঙুলের চোখ নিয়ে মাঠ ছাড়েন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। আর এরপরই অভিজ্ঞ ভারতীয়র অনুপস্থিতে কলকাতাকে নেতৃত্ব দিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা নারিন। কিন্তু আগামীকালের ম্যাচে কীভাবে? সম্প্রতি দিল্লির বিরুদ্ধে জয় নিশ্চিত করে নাইট তারকা অনুকুল রায় জানিয়েছিলেন, অধিনায়ক রাহানের চোট খুব একটা গুরুতর নয়।

সব ঠিক থাকলে খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি। এদিন একই সুর শোনা গিয়েছিল স্বয়ং নাইট সেনাপতি রাহানের গলাতেও। কাজেই রবির ম্যাচে তাঁর উপস্থিতি আশা করা যেতেই পারে। তবে তিনি না থাকলে নারিন যে দলকে নেতৃত্ব দেবেন এ কথা বলাই বাহুল্য।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের নজরে তুখড় মিডফিল্ডার, লড়াইয়ে বেঙ্গালুরুও! কোন দলে যাবেন তারকা?

রাজস্থানের বিপক্ষে KKR-র সম্ভাব্য একাদশ

কুইন্টন ডিক’ক(উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, এনরিখ নরকিয়া, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন মঈন আলি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join