RCB-কে জব্দ করতে তৈরি নতুন স্ট্র্যাটেজি, কোন একাদশ নিয়ে মহারণে নামবে KKR?

Published on:

What kind of playing XI will KKR use against RCB?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে আর একটা দিন। শনিবার থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণ। প্রথম আসরেই সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR Vs RCB)। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে পতিদারের কৌশলী দল কতটা জায়গা করে উঠতে পারে, সেদিকেই নজর রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। এখন প্রশ্ন, প্রথম ম্যাচে কোন একাদশ নিয়ে নামবে 3 বারের চ্যাম্পিয়ন KKR?

ওপেনিং করতে পারেন নারিন ও ডি’কক

প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম মহারণে সম্ভবত সুনীল নারিন ও প্রোটিয়া নায়ক কুইন্টন ডিক’ককে শুভারম্ভের দায়িত্ব দিতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও নাইটদের প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ক্রিকেট দেখিয়েছেন কর্ণাটকের তরুণ ক্রিকেটার লুভনিথ সিসোদিয়া। মনে করা হচ্ছিল তাঁকেই হয়তো ডিক’কের বিকল্প হিসেবে প্রথম একাদশে জায়গা দেবে ম্যানেজমেন্ট। তবে রিপোর্ট যা বলছে তাদের সেই সম্ভাবনা আপাতত নেই।

মিডল অর্ডারে কারা?

কোহলিদের বিরুদ্ধে রানের পাহাড় গড়তে নাইটের মিডিল অর্ডারের দায়িত্ব পেতে পারেন, অধিনায়ক অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রিপোর্ট বলছে, এই 4 তারকাকে নিয়েই 22 মার্চের ম্যাচে নজির গড়তে চাইছে কলকাতা।

নাইটদের বোলিং বিভাগ

শনিবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেঙ্গালুরুর ব্যাটারদের উইকেট ভাঙার দায়িত্ব থাকবে রমণদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তীর ওপর।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: ISL-এ ভরাডুবির মাঝেই মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল ইস্টবেঙ্গল

KKR-এর সম্ভাব্য প্রথম একাদশ

সুনীল নারিন, কুইন্টন ডিক’ক(উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে(অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমণদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥