ওপেনে কোহলি, KKR-কে চেপে ধরতে সাংঘাতিক দল সাজাচ্ছে RCB! কেমন হবে প্রথম একাদশ?

Published on:

What kind of playing XI will RCB field against Kolkata Knight Riders in 22 March?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। 22 মার্চ থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের মরসুমের শুভারম্ভ হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। এদিন সম্মুখ শহরে উপস্থিত হবে অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR Vs RCB)। এহেন আবহে ম্যাচের 8 দিন আগে প্রকাশ্যে এসেছে RCB-র সম্ভাব্য একাদশের বেশ কিছু তথ্য। সূত্র বলছে, নাইটদের বিরুদ্ধে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে বিরাট কোহলিরা। চলুন জেনে নিই রিঙ্কু সিংদের বিপক্ষে প্রথম ম্যাচ কোন একাদশ নামাবে RCB?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IPL-এ প্রথমবারের জন্য অধিনায়কত্ব করবেন রজত?

বহু আগেই নেতার আসন থেকে সরে গিয়েছিলেন কোহলি। বিগত মরসুমে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়া প্রোটিয়া তারকা, ফ্যাফ ডুপ্লেসিও দলে নেই, আর সেই কারণকে সামনে রেখেই তড়িঘড়ি ভারতীয় তরুণ রজত পাতিদারকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বেঙ্গলুরুর ম্যানেজমেন্ট। সূত্র বলছে, এ মরসুমেই প্রথমবারের জন্য কোনও IPL দলকে নেতৃত্ব দেবেন পাতিদার। যদিও এর আগে ডোমেস্টিক ক্রিকেটে মধ্যপ্রদেশ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রজতের।

RCB-তে প্রথমবার খেলবেন ইংলিশ তারকা

গত নভেম্বরে IPL অকশন টেবিল থেকে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনকে 8.75 কোটি দিয়ে কিনে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি। রিপোর্ট বলছে, এবারের মরসুমে প্রথমবারের জন্য RCB-র হয়ে মাঠে নামবেন লিভিংস্টোন। মনে করা হচ্ছে, কলকাতার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তাঁকে দলে রাখা হতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওপেনিং করবেন কোহলি ও সল্ট?

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, 22 মার্চের আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করতে পারেন বিরাট কোহলি ও গতবারের নাইট তারকা ফিল সল্ট।

মিডল অর্ডারে কারা?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে, রাহানেদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় তুলতে মিডল অর্ডারে বিশেষ নজর দেবে বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট। সূত্রের খবর, নাইটদের বিরুদ্ধে 22 মার্চের ম্যাচে RCB-র মিডল অর্ডার সামলাতে পারেন অধিনায়ক রজত পাতিদার ও লিয়াম লিভিংস্টোন। এছাড়াও, অজি তারকা টিম ডেভিড, জিতেশ শর্মা ও ক্রুণাল পান্ডিয়াদের সুযোগ দেওয়া হতে পারে।

কেমন হবে বোলিং বিভাগ?

প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট বলছে, তাবড় তারকাদের ব্যাটিং বিভাগের দায়িত্ব দিয়ে কলকাতাকে শুরুতেই চাপে রাখতে চাইবে বেঙ্গালুরু। সেই একই পথ ধরে নাইটদের উইকেট তুলতে প্রথম ম্যাচের একাদশে থাকতে পারেন বোলার সুয়াশ শর্মা, জশ হ্যাজেলউড, যশ দয়াল এবং ভুবনেশ্বর কুমার।

অবশ্যই পড়ুন: বাদ রোহিত! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন অধিনায়ক পাচ্ছে ভারত? বিরাট তথ্য ফাঁস

KKR-এর বিরুদ্ধে বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ

বিরাট কোহলি, ফিল সল্ট(উইকেটকিপার), রজত পাতিদার(অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুণাল পান্ডিয়া, সুয়াশ শর্মা, জশ হ্যাজেলউড, যশ দয়াল এবং ভুবনেশ্বর কুমার

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group