শ্রেয়সদের বিরুদ্ধে ফিরছেন দুই মহারথী! তৈরি নতুন ছক, দেখে নিন RCB-র ভয়ঙ্কর একাদশ

Published on:

What kind of playing XI will RCB field against PBKS?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসকে পরাস্ত করে কোয়ালিফায়ার ওয়ানের টিকিট নিশ্চিত করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সেই সাথেই, দীর্ঘ 9 বছর পর বড় ইতিহাস লিখেছে বিরাট কোহলি, রজত পাতিদারদের দল। দীর্ঘ অপেক্ষা ঘুঁচিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে প্রবেশ করেছে রেড আর্মি।

আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই আসরেই লিগ টেবিলের মগডালে থাকা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় পরীক্ষা রয়েছে কোহলিদের। আর সেই ম্যাচের আগেই বেঙ্গালুরু শিবিরে খুশির হাওয়া। শোনা যাচ্ছে, গত SRH ম্যাচে চোট পাওয়া এক মহা তারকার প্রত্যাবর্তন হতে পারে পাঞ্জাবের ম্যাচে। তাছাড়াও আরও এক মহারথীর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

পাঞ্জাবের ম্যাচে ফিরছেন দুই মহারথী

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সংরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বেঙ্গালুরুর বিস্ফোরক ব্যাটসম্যান টিম ডেভিড। সূত্র বলছে, ইতিমধ্যেই চোট কাটিয়ে উঠেছেন তিনি। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে আজকের ম্যাচেই দেখা মিলতে পারে তাঁর।

অন্যদিকে, বেঙ্গালুরুর আরেক বিধ্বংসী ক্রিকেটার জশ হ্যাজলউডকে নিয়েও সুখবর রয়েছে বেঙ্গালুরু শিবিরে। সূত্র যা বলছে, পাঞ্জাবের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচেই ফিরতে পারেন তিনি। তাছাড়াও জিতেশ শর্মাও আজ পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন বলেই খবর।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

পাঞ্জাবের বিরুদ্ধে RCB-র সম্ভাব্য একাদশ

বিরাট কোহলি, ফিল সল্ট, টিম সিফার্ট, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল ও সুয়াশ শর্মা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন: রজত পাতিদার।

অবশ্যই পড়ুন: নতুন মরসুমে কলকাতা লিগের এক গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কীভাবে হবে ডার্বি? জেনে নিন

প্রসঙ্গত, গত ম্যাচে LSG বধের পর বেশ কয়েকটি রিপোর্ট দাবি করেছিল, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোয়ালিফায়ার ওয়ানের টিকিট নিশ্চিত মানে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালও চূড়ান্ত হয়ে গিয়েছে কোহলিদের। কেননা, 2011 ও 2016 IPL মরসুমে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ থেকেই জয়ের স্বাদ পেয়েছিল বেঙ্গালুরু। আর সেই সূত্র ধরেই অনেকেই মনে করছেন, আজকের ম্যাচেও পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে পৌঁছবে RCB। এখন দেখার সেই দিবাস্বপ্ন পূরণ হয় কিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥