বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরের প্রাক্কালে অবসর ঘোষণা করেছেন দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। যাঁদের ছাড়া টেস্ট ক্রিকেট ভাবাই যায় না, এবার সেই দুই ভরসার কাঁধকে দূরে রেখেই ইংলিশদের মাটিতে লড়বে মেন ইন ব্লু(India)। আর এখানেই প্রশ্ন উঠছে, রোহিত, বিরাটহীন মহারণে কাঁদের নিয়ে মাঠে নামবে ভারত? রইল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ।
রোহিত-বিরাটহীন লড়াইয়ে চাপে পড়বে ভারত?
ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে ভারতীয় দল। ফলত, আসন্ন জুনের ম্যাচগুলি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই বিশেষ সফরের আগেই গত বুধবার লাল বলের অধ্যায় শেষ করেছেন রোহিত শর্মা। বন্ধু রোহিতের অবসর ঘোষণার 48 ঘণ্টার মধ্যেই সমগোত্রীয় সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছিলেন কিং কোহলিও।
তবে বোর্ড কর্তাদের তরফে বিরাটকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়। কিন্তু সেই অনুরোধ রাখলেন না বিরাট। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টেস্ট অধ্যায়ে দাড়ি টানার খবর জানিয়ে দেন ভারতীয় মহাতারকা। এমতবস্থায় দুই কিংবদন্তিকে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দল যে অভিজ্ঞতার অভাবে ভুগবে একথা বলাই যায়। তার ওপর পুরনো হিসেব মেটানোর জন্য মুখিয়ে রয়েছে ইংলিশ বাহিনী। সব মিলিয়ে, দুই ধুরন্ধর ভারতীয় ক্রিকেটারের অনুপস্থিতে বিদেশের মাটিতে খানিকটা হলেও চাপে পড়তে পারে টিম ইন্ডিয়া।
রোহিতের বিকল্প খুঁজে নিয়েছে বোর্ড?
বুধবার হিটম্যানের তরফে অবসরের সিদ্ধান্ত পেতেই নাকি বিকল্প অধিনায়ক নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল। সূত্র বলছে, রোহিত যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন, সে কথা অনেক আগেই বুঝে গিয়েছিলেন বোর্ড কর্তারা। আর সেজন্যই খোঁজ শুরু হয় বিকল্প অধিনায়কের! যা শোনা যাচ্ছে, আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শুভমন গিল। শুধু তাই নয়, রোহিতের বিকল্প হিসেবে গিলকে বেছে নেওয়ার পাশাপাশি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর ওয়ার্কলোড ও চোট আশঙ্কার কথা মাথায় রেখে এবার টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ অধিনায়ক করা হতে পারে ঋষভ পন্থকে।
অবশ্যই পড়ুন: ২৫ মে থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক শেষ! বিরাট ঘোষণা বাংলাদেশের
ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
আসন্ন জুনের 20 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের 3 ম্যাচের টেস্ট সিরিজ, চলবে আগামী 24 জুন পর্যন্ত। ইংলিশদের হেডিংলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজটিতে রোহিত, বিরাটদের অনুপস্থিতির কথা মাথায় রেখেই শক্তিশালী দল সাজাবে ভারত। কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, রোহিত শর্মা ও বিরাট কোহলিহীন সিরিজে খুব সম্ভবত নিচে উল্লিখিত একাদশ নিয়ে নামতে পারে ভারত।
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমন গিল, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর এবং জসপ্রীত বুমরাহ
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |