শ্রেয়সের নিশানায় স্টার্ক? এবার KKR অধিনায়ক যা বললেন, শুনে তাজ্জ্বব সবাই

Published on:

starc-iyer

রবিবার ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। টান টান উত্তেজনার মাধ্যমে শেষ হয় ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ জিতে হাসি মুখে মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১ রানে জয় পায় নাইটরা। আর ম্যাচের পর শ্রেয়স আইয়ার স্বীকার করেন যে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র এক রানের জয়ের মতো ঘনিষ্ঠ ম্যাচে সংযত থাকা বেশ কঠিন।

WhatsApp Community Join Now

তবে শ্রেয়স স্বীকার করেন যে, দলের জয়ে স্বস্তি পেয়েছেন তিনি। উল্লেখ্য, প্রথমে ব্যাট করতে নেমে KKR ছয় উইকেটে হারিয়ে ২২২ রান করতে সক্ষম হয়। জবাবে ম্যাচের শেষ বলে ২২১ রানে আউট হয় RCB। তাই বলাই যায় যে, একটুর জন্য বেঁচেছে কেকেআর। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ নিয়ে আলোচনা চলছে। ম্যাচের শেষে শ্রেয়স বলেন, ‘অনেক আবেগ থাকার কারণে আপনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েন। শান্ত থাকা কঠিন কিন্তু আমি শেষ পর্যন্ত খুশি।’

মুখ খোলেন শ্রেয়স আইয়ার

শ্রেয়স আরও বলেন, শেষ অবধি আমরা দুই পয়েন্ট পেয়েছি এবং সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, ‘চাপের মুখোমুখি হওয়া বেশ কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি সবাইকেই দায়িত্ব নিতে হবে। আন্দ্রে রাসেল ২০ বলে ২৭ রান করেন , তার সাথে তিনটি উইকেট নিয়ে নেন তিনি।’ এদিক রাসেল যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সেকথাও স্বীকার করেন তিনি। তার কথায়, দলে এ ধরনের মনোভাব দরকার।

আরও পড়ুনঃ ওড়িশার বিরুদ্ধে নামের আগে মোহনবাগানে খুশির খবর! শুনে লাফাবেন সবুজ-মেরুন ভক্তরাও

এদিন স্টার্কের কারণে ম্যাচ হারতে বসেছিল কলকাতা। শেষ ওভার পর্যন্ত তাই অপেক্ষা করতে হয়। শেষের ওভারে যখন ধরেই নেওয়া হয় যে, কলকাতা ম্যাচ জিতে নিয়েছে ঠিক সেসময় স্টার্কের বলে তিনটি ছক্কা হাঁকান কর্ণ শর্মা। সেই স্টার্ককে নিয়ে বলতে হয়ে শ্রেয়স বলেন, ‘ক্রিকেট বেশ মজার খেলা। ছয় বলে ১৮ রানের প্রয়োজন হলে বোলারের ওপর বেশ চাপ থাকে। কারণ একটি ছয় ম্যাচের পুরো চিত্র বদলে দিতে পারে।’

সঙ্গে থাকুন ➥