বাদ দুই তারকা, চিন্তায় হার্দিক! দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বিরাট বদল MI-র প্রথম একাদশে

Published on:

What will MI XI be like against GT

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের অষ্টদশ সংস্করণে দীর্ঘ কাঠখড় পুড়িয়ে হেরো তকমা থেকে সরে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এ যাত্রায় দুঃসময়ের বেড়াজাল কাটিয়ে প্লে অফে জায়গা করেছে আম্বানির দল। তবে আজ অর্থাৎ শুক্রবার রয়েছে সেই হাড়ভাঙা খাটুনির ফল প্রকাশ। যদিও, ফলাফল ইতিবাচক হবে না নেতিবাচক তা নির্ভর করবে পান্ডিয়াদের পারফরমেন্সের ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানিয়ে রাখি, মুম্বই যেহেতু লিগ পর্বে চতুর্থ স্থানে থেকে শেষ করেছে ফলত, গুজরাতের বিরুদ্ধে শুক্রবার পরাস্ত হলেই IPL-র যাত্রা ভঙ্গ হবে তাদের। অন্যদিকে শুভমন গিলের দল GT-রও একই অবস্থা। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা গুজরাত যদি আজ মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়, সে ক্ষেত্রে তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুম শেষ হবে। কাজেই আজ দুই দলই চাইবে এলিমিনেটর পর্বের এই ম্যাচে জয় তুলতে।

বাদ পড়বেন দুই বড় তারকা!

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গুজরাতের বিরুদ্ধে শুক্রবারের এলিমিনেটর ম্যাচে যথেষ্ট চাপে পড়বে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু কেন? যা জানা যাচ্ছে, আজ শুভমনদের বিরুদ্ধে দুই বড় তারকা তিলক বর্মা ও দ্রুত গতির পেসার দীপক চাহারকে পাশে পাবে না হার্দিকের দল! সূত্রের খবর, এই দুই তারকাই নাকি চোটের সমস্যায় ভুগছেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দুই ক্রিকেটারকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন, চোট সমস্যা থাকায় তাঁদের দুজনকে ছাড়াই গুজরাতের বিরুদ্ধে আক্রমণ শানাবে MI।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গুজরাত ও মুম্বইয়ের হেড টু হেড পরিসংখ্যান

পুরনো কাসুন্দি ঘেঁটে জানা গেল, এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট 7 বার গুজরাতের বিরুদ্ধে মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। যার মধ্যে মোট 5 বার জয় তুলে নিয়েছে শুভমনের দল GT, অন্যদিকে বাকি দুবার জিততে পেরেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। কাজেই হিসেব বলছে, জয়ের নিরিখে আপাতত এগিয়ে রয়েছে গিলের দলই। যদিও অনেকেই মনে করছেন, আজকের ম্যাচে ঘুরতে পারে পাল্লা।

অবশ্যই পড়ুন: দিনে ৩৩ টাকা বিনিয়োগে সুরক্ষিত করুন সন্তানের ভবিষ্যৎ, পাবেন ১ কোটিরও বেশি

গুজরাতের বিপক্ষে MI-এর সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, সূর্য কুমার যাদব, চরিথ আসালঙ্কা, তিলক বর্মা/ বেভন জ্যাকবস, হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), নমন ধীর, মিচেল স্ট্যান্টনার, রিচার্ড গ্লিসন, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group